shono
Advertisement
Argentina

সুনামির সতর্কতার পরই ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:10 PM May 02, 2025Updated: 07:52 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। সুনামির সতর্কতা জারি করা কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে দেশটির দক্ষিণ অংশ। আশঙ্কা রয়েছে সুনামি আছড়ে পড়ারও। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।   

Advertisement

জানা গিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় ৯.৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ অঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের কয়েক মিনিট আগেই জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। সেই সময় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কয়েকটিম ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সুনামির সাইরেন বাজছে। বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন। তার কিছুক্ষণের মধ্যেই কম্পন অনুভূত হয়। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে মৃত্যু হয় প্রায় ৩১০০ মানুষের। এই ঘটনার পরই মায়ানমারকে সাহায্য করতে অপারেশন ব্রহ্মা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোও মায়ানমারকে সাহায্য করতে এগিয়ে আসে। 
 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫।
  • সুনামির সতর্কতা জারি করা কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে দেশটির দক্ষিণ অংশ।
  • আশঙ্কা রয়েছে সুনামি আছড়ে পড়ারও। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 
Advertisement