সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের 'খলনায়ক' নাৎসি নেতা হিটলারের প্রত্যাবর্তন! নামিবিয়ার স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন অ্যাডলফ হিটলার। তবে ৪০-এর দশকের খলনায়কের সঙ্গে নামের মিল থাকলেও এই হিটলার কিন্তু আপাদমস্তক গান্ধীবাদী। তাঁর পুরো নাম অ্যাডলফ হিটলার উনোনা। টানা ৫ বার নির্বাচন জয়ের পর গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন এই নেতা।
৫৯ বছর বয়সী উনোনা সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (SWAPO) পার্টির সদস্য। নামিবিয়ার উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুন্ডজা কেন্দ্র থেকে এবারও নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৪ সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছেন উনোনা। তবে এই নির্বাচন জয়ের চেয়েও বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামের উঠে আসার নেপথ্যে রয়েছে জার্মানির একদা চ্যান্সেলর তথা বিশ্বত্রাস অ্যাডলফ হিটলারের সঙ্গে তাঁর অদ্ভুত নামের মিল। তবে উনোনার স্পষ্ট দাবি, ওই ঐতিহাসিক নেতার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উনোনা বলেন, "নামটি আমার বাবার দেওয়া। কিন্তু নামের মিল থাকার অর্থ এটা নয় যে জার্মানির অ্যাডলফ হিটলারের মতোই আমার চরিত্র। ফলে এই ধরনের আলোচনার কোনও অর্থ নেই।" ২০২০ সালে এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে উনোনা বলেন, "আমার বাবা সম্ভবত বুঝতে পারেননি অ্যাডলফ হিটলার কীসের পক্ষে ছিলেন। ছেলেবেলায় এই নাম আমার কাছে অত্যন্ত স্বাভাবিকই ছিল। কিন্তু বড় হয়ে আমি বুঝেছিলাম, এই মানুষটি গোটা বিশ্ব জয় করতে চেয়েছিলেন। তাঁর চরিত্রের কোনও কিছুর সঙ্গেই আমার মিল নেই।"
উনোনার স্ত্রী তাঁকে 'অ্যাডলফ' বলেই ডাকেন। জনসমক্ষে, তিনি সাধারণত তাঁর নামের সঙ্গে থাকা 'হিটলার' অংশটি বাদ দেন। নাম বিড়ম্বনা প্রসঙ্গে উনোনা বলেন, ''নাম পরিবর্তন করার কোনও পরিকল্পনা আমার নেই। আমার সমস্ত সরকারি নথিতে এই নাম রয়েছে। নাম বদল করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে"। উল্লেখ্য, নামিবিয়া একসময় জার্মান উপনিবেশ ছিল, তাই অ্যাডলফের মতো নাম এখনও এই দেশে বেশ প্রচলিত। ২০২০ সালে, উনোনার এলাকা ওশানায় একটি গাড়িতে 'অ্যাডলফ হিটলার' নাম এবং পিছনের জানালায় নাৎসির স্বস্তিকা চিহ্ন দেখা যায়। তবে ওই নেতা দাবি করেন যে এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
