সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান আসিম মুনিরকে ‘ভালো মানুষ’ বলে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো দাবি করলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা। ঠিক কী বলেছেন তিনি?
ভারত ও পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের বিষয়ে রুবিয়োর বক্তব্য, ভারত এমন অনেক দেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক রাখে যাদের সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, সোমবার আসিয়ান সামিটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গ বৈঠকে বসবেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তার আগে সাংবাদিক বৈঠক ভারত-আমেরিকার 'গভীর, ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ' সম্পর্কের কথা বলেন তিনি। এরপরেই মার্কিন বিদেশসচিব দাবি করেন, পাকিস্তানের সঙ্গে আমরা যদি কিছু (সম্পর্ক মসৃণের চেষ্টা) করি, তার জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খোয়াতে হবে বলে আমি মনে করি না।”
রুবিয়ো “পরিণত এবং বাস্তবসম্মত বিদেশনীতির” কথা বললেও কুয়ালালামপুর থেকেই ট্রাম্প বলেছেন, “এখন একটাই যুদ্ধ বাকি আছে। যদিও, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান আলোচনা শুরু করেছে। কিন্তু আমি অত্যন্ত দ্রুত এই যুদ্ধ থামিয়ে দেব।” আসিম মুনির এবং শাহবাজ শরিফের প্রশংসা করে ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই চিনি। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল খুবই ভালো মানুষ। আমার কোনও সন্দেহ নেই আমরা এটা দ্রুত থামাতে পারব।”
সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেন শাহবাজ এবং মুনির। সেখানেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। দু’পক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ দারুণ নেতা। গাজার শান্তি সম্মেলনে গিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে রীতিমতো উচ্ছ্বসিত প্রশস্তি গাইতে থাকেন। যা অবাক করে দেয় খোদ ট্রাম্পকেও।
