shono
Advertisement
American Companies

ট্রাম্পের ভিসা নীতির জের, এবার ভারতবিরোধী ঝড়ের মুখে মার্কিন সংস্থাগুলি!

গত সেপ্টেম্বর মাসে এইচ-১বি ভিসা নিয়ে কড়া নিয়ম এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে সংস্থাগুলির থেকে ৮৮ লক্ষ টাকা নেবে ট্রাম্পের সরকার।
Published By: Kishore GhoshPosted: 10:35 AM Jan 15, 2026Updated: 10:40 AM Jan 15, 2026

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসায় কড়াকড়ি করার পরে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে বিদেশি নাগরিকদের। এইচ-১বি ভিসা পাওয়া কর্মীদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে ভারতীয় পেশাদার। স্বভাবতই সবচেয়ে বেশি অস্বস্তিতে ভারতীয়রা। সেই অস্বস্তি ক্রমবর্ধমান। কারণ এবার দক্ষ ভারতীয়দের কাজ দেওয়ায় সে দেশের নেটিজেনদের রোষে পড়ছে মার্কিন কোম্পানিগুলি। নেটাগরিকদের দাবি, অবৈধ ভাবে ভারতীয়দের চাকরি বিক্রি করছে বিশ্ববিখ্যাত মার্কিন সংস্থাগুলি। বিষয়টিকে ঘৃণার রাজনীতি হিসাবে দেখছে ট্রাম্প বিরোধীরা।

Advertisement

গত সেপ্টেম্বর মাসে এইচ-১বি ভিসা নিয়ে কড়া নিয়ম এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে হলে সংস্থাগুলির থেকে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) নেবে ট্রাম্পের সরকার। দেশের কোম্পনিতে মার্কিন কর্মীদের অধিকারের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়াছে বলে জানানো হয় প্রশাসনের তরফে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাস থেকে বিধিনিষেধ আরও কঠোর হবে। ফলে দক্ষ বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন হবে।

এই পরিস্থিতিতে খবরে ফেডএক্স, ওয়ালমার্ট, ভেরিজোনের মতো বহুজাতিক কোম্পানিগুলি। উল্লেখ্য, সংস্থাগুলিতে বহু দক্ষ ভারতীয় কর্মী কাজ করেন। যোগ্য়তার মাপকাঠিতেই তারা কাজ পান। সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। যদিও ট্রাম্পের অভিবাসীর নীতি জেরে তারাই এখন বিপাকে। সোশাল মিডিয়া মার্কিন নাগরিকদের একাংশ অভিযোগ করছে, বেআইনি ভাবে ভারতীয় চাকরি বিক্রি করছে প্রখ্যাত মার্কিন সংস্থাগুলি।

বিশেষজ্ঞদের বক্তব্য, কেবল সোশাল মিডিয়ায় নয়, সর্বস্তরেই বিদেশি কর্মীদের প্রতি বাঁকা নজরে দেখছেন এক শ্রেণির মার্কিন নাগরিক। প্রকাশ্যে তাঁদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ঘৃণার রাজনীতির শিকার ভারতীয়রা। একইসঙ্গে ওয়ালমার্ট, ফেডএক্সের সংস্থাগুলিও চক্ষুশূল হয়ে উঠছে চরমপন্থীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement