সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা। তার আগে শনিবার কিয়েভকে চরম হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বলেন, “ইউক্রেন শান্তিচুক্তিতে রাজি না হলে, আমরা ভয়ংকর সামরিক অভিযান চালাব।”
রুশ সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন বলেন, “যদি কিয়েভ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে না চায়, তাহলে আমরা বিশেষ সামরিক অভিযান চালাব, যা ভয়ংকর হবে। সামরিক অভিযানের মাধ্যমে কীভাবে কাজ করতে হয়, আমরা জানি।” তিনি আরও বলেন, “ইউক্রেনের নেতারা সংঘাত শান্তিপূর্ণভাবে মেটানোর জন্য পদক্ষেপ করছেন না।”
এদিকে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতেই শনিবার ভোরে ইউক্রেনে বড়সড় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা। এই হামলায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর না মিললেও আহত হয়েছেন অন্তত ১১ জন। এহেন পরিস্থিতিতে আদৌ দু’দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে কি না, সেই প্রশ্নটিই তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। তার মধ্য়েই ইউক্রেনকে চরম হুঁশিয়ারি দিলেন পুতিন।
তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে ফের আলোচনায় বসছেন ট্রাম্প-জেলেনস্কি। কিন্তু আদৌ সেই শান্তিচুক্তি বাস্তবায়িত হবে কি? উত্তর দেবে সময়।
