shono
Advertisement
China

বন্যার প্রকোপে বিপর্যস্ত চিন, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬০!

হেবেই প্রদেশে অন্তত ৩১ জনের খোঁজ মিলছে না।
Published By: Biswadip DeyPosted: 09:30 PM Jul 31, 2025Updated: 09:30 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে চিনের বন্যা। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। কেবল বেজিংয়েই গত সপ্তাহ থেকে ধরলে ৪৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। বহু বছরের মধ্যে চিনকে এমনভাবে প্রকৃতির চোখরাঙানির মুখে পড়তে হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

উত্তর চিনের বন্যায় যে ৬০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি বেজিংয়ের শহরতলিতে অবস্থিত এক বৃদ্ধাবাসের বাসিন্দা। এদিকে হেবেই প্রদেশে অন্তত ৩১ জনের খোঁজ মিলছে না। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন বলে জানা গিয়েছে।সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

প্রসঙ্গত, বছরের এই সময়টায় প্রচণ্ড বৃষ্টিপাত হয় বেজিংয়ে। ২০১২ সালের জুলাই মাসে বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়েছিল, যেটি এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা। কিন্তু এবারের পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে। বেজিংয়ে এবং চিনের অন্য প্রদেশে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে চিনের বন্যা। একটানা ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।
  • কেবল বেজিংয়েই গত সপ্তাহ থেকে ধরলে ৪৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
  • বহু বছরের মধ্যে চিনকে এমনভাবে প্রকৃতির চোখরাঙানির মুখে পড়তে হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Advertisement