shono
Advertisement

Breaking News

‘বিজয় দিবস অর্থহীন, বাংলাদেশ এখন মিনি পাকিস্তান’

দেশের মুক্তির দিনেই তাঁর মত, আসলে বাংলাদেশ আর একটা পাকিস্তান হিসেবেই পরিণতি পাচ্ছে৷ The post ‘বিজয় দিবস অর্থহীন, বাংলাদেশ এখন মিনি পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 PM Dec 16, 2016Updated: 03:22 PM Dec 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় দিবসের উদযাপন আজ সারা বাংলাদেশ জুড়ে৷ নতুন সূর্যোদয়ের রঙে নিজেদের রাঙিয়ে নিচ্ছেন পড়শি দেশের মানুষ৷ কিন্তু ভিন্নমত লেখিকা তসলিমা নাসরিনের৷ বাংলাদেশের বিজয় দিবস পালনকে তীব্র কটাক্ষ করলেন তিনি৷ জানালেন, এ উদযাপন অর্থহীন৷

Advertisement

কেন এমন বিরুদ্ধ মত লেখিকার? তাঁর মতে বিজয় দিবস যে অর্থ নিয়ে দেশের কাছে আসার কথা ছিল তা হয়নি৷ আর তার প্রধান কারণ ধর্ম৷ তসলিমার মতে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা ছিল সদ্যমুক্ত বাংলাদেশের৷ কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি৷ আর সেটাকেই বিজয় দিবসের ব্যর্থতা হিসেবে দেখছেন লেখিকা৷ এমনকী তাঁর দাবি, বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হয়েছে৷

বাংলাদেশে ব্লগার হত্যার ঘটনা থেকেই এ বিষয়ে সরব তসলিমা৷ ধর্মের গোঁড়ামিতেই পড়শি দেশে একের পর এক মুক্তমনাকে হত্যা করা হয়েছে৷ এই ধরনের ঘটনা যে সারা বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে বিরূপ বার্তা দিচ্ছে এমনটা বারবার বলে এসেছিলেন লেখিকা৷ আজ তাই দেশের মুক্তির দিনেই তাঁর মত, আসলে বাংলাদেশ আর একটা পাকিস্তান হিসেবেই পরিণতি পাচ্ছে৷

The post ‘বিজয় দিবস অর্থহীন, বাংলাদেশ এখন মিনি পাকিস্তান’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement