সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে ফের জাতি বিদ্বেষের শিকার ভারতীয়। এবার ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে, ২০ বছরের এক ভারতীয় তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ভারতীয় পরিচয়ের কারণেই ওই তরুণীর উপর হামলা চালানো হয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শনিবার, সন্ধ্যায় ওয়ালসাল পার্ক হল এলাকায় ওই তরুণীকে খুঁজে পায় স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, জাতি বিদ্বেষের কারণেই তাঁকে ধর্ষণ করেছে এক শ্বেতাঙ্গ যুবক। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ ওই শ্বেতাঙ্গ যুবকের একটি ভিডিও পেয়েছে। অভিযুক্তের ছবি প্রকাশ করেছে তাঁরা। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে খুঁজতে স্থানীয় মানুষের সাহায্য চাওয়া হয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ আধিকারিক, রোনান টাইরার জানিয়েছেন, 'একজন তরুণীর উপর ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে। আমরা দোষীকে গ্রেপ্তার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।' তিনি আরও বলেন, 'তদন্তকারীরা এই ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্তের পাশাপাশি আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে আমাদের জানাবেন।'
ব্রিটেনের রাজনৈতিক মহলে এই ঘটনা নিন্দার ঝড় তুলেছে। কভেন্ট্রি দক্ষিণের সাংসদ জারা সুলতানা বলেছেন, 'শনিবার, এক পাঞ্জাবি মহিলার উপর বর্ণবিদ্বেষের কারণে যৌন নির্যাতন চালানো হয়। গত মাসে একই কারণে আরেক শিখ মহিলার উপর যৌন নির্যাতন করা হয়। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমাদের একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।' ব্রিটেনের মসনদে থাকা লেবার পার্টির সাংসদ প্রীত কৌর গিল বলেন, 'ওয়ালসালে আরও একটি বর্ণবিদ্বেষের কারণে ধর্ষণের খবরে আমরা গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত।'
