shono
Advertisement
China

'চিন যথেষ্ট দায়িত্ববান', পরমাণু বোমা পরীক্ষা নিয়ে ট্রাম্পের দাবি ওড়াল বেজিং

নিজেদেরকে দায়িত্ববান দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা চিনের।
Published By: Anustup Roy BarmanPosted: 04:58 PM Nov 03, 2025Updated: 04:58 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সরাসরি ট্রাম্পের দাবি খণ্ডন করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিং-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছেনা ড্রাগনের দেশ। নিজেদেরকে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রসঙ্গে 'দায়িত্ববান' দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তাঁরা।

Advertisement

বেজিং-এ এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র মাও নিং জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র রয়েছে এমন একটি দায়িত্বশীল রাষ্ট্র চিন। পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি রয়েছে চিনের। পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নিয়েছে তাঁরা। এর পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা মেনে চলছে চিন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের লক্ষে ওয়াশিংটন নিজের দায়িত্ব পালন করবে বলে আশা করছে চিন।

রবিবার সন্ধায় ভারতকে 'সতর্ক' করে ট্রাম্প বলেন, শুধু আমেরিকা নয় পাকিস্তান-চিনও পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে। তিনি জানিয়েছেন, 'রাশিয়া এবং চিন পরীক্ষা করছে, কিন্তু তাঁরা এটা নিয়ে কথা বলে না।' পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মাটির গভীরে এই পরীক্ষা করছে সবাই। সেই কারণে মৃদু কম্পন ছাড়া কিছুই বুঝতে পারবেন না সাধারণ মানুষ। 

সম্প্রতি, ৩৩ বছরের স্থগিতাদেশের পর আমেরিকার সেনা বাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এরপরেই তাঁর এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। ট্রাম্পের এই সতর্কবার্তা ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। দুই সীমান্তে পাকিস্তান এবং চিনের সঙ্গে সমস্যা অব্যহত রয়েছে ভারতের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাম্পের দাবি খণ্ডন করলেন চিনের।
  • পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছেনা ড্রাগনের দেশ।
  • পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি রয়েছে চিনের।
Advertisement