সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে গোটা বিশ্বের ত্রাস করোনা ভাইরাস। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা, হল এর চরিত্র বদলানর ক্ষমতা। সংক্রমণ শুরুর এতদিন পরেও এর কোনও প্রতিষেধক আবিস্কার করা যায়নি। তবে গবেষকরা বলছেন, পৃথিবীর সব প্রান্তে করোনা সমান বিপজ্জনক নয়। কোথাও এর মারণ ক্ষমতা বেশি, তো কোথাও কম। বিশ্বের অন্য এলাকার তুলনায় করোনার মারণ ক্ষমতা নাকি ভারতে তথা দক্ষিণ এশিয়ায় অনেকটাই কম। অন্তত এমনটাই মনে করছে আমেরিকার ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস।(National Academy of Sciences)।
আমেরিকার ওই গবেষণা সংস্থাটি দাবি করেছে, ভারত-সহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় করোনাভাইরাসের যে সাব-টাইপ ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। এর মারণ ক্ষমতা করোনার সব টাইপের তুলনায় অনেকটাই কম। মার্কিন সংস্থাটির গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা চালান। এবং নিজেদের গবেষণার উপর ভিত্তি করে করোনাকে তিনটি উপজাতিতে ভাগ করেছেন তারা। COVID-19 এর এই তিনটি বিভাগকে A, B এবং C বিভাগে ভাগ করা হয়েছে। A এবং C’র তুলনায় B অনেকটাই দুর্বল। এবং এর মারণ ক্ষমতা কম। মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিন পশ্চিম এশিয়ায় এই ভাইরাসের B উপজাতিটিই ছড়িয়েছে।
[আরও পড়ুন: ‘গ্রিন কার্ড চাইলে প্রবেশ বন্ধ’, অভিবাসন নীতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প]
‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ বলছে, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে মূলত A এবং C ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। ফলে এই এলাকাগুলিতে সংক্রমণ এবং মৃত্যু বেশি। তুলনায় অনেক ভাল জায়গায় রয়েছে ভারত-সহ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়া। তবে, ভাইরাসের স্ট্রেন দুর্বল বলে নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। ভারত বহু জনসংখ্যার দেশ। তাই কোনওভাবেই সামাজিক দুরত্বের বিধি লঙ্ঘন করা যাবে না। এমনটাই জানাচ্ছে মার্কিন সংস্থাটি।
The post ‘অন্য দেশের তুলনায় ভারতে দুর্বল করোনা ভাইরাস’, বলছে মার্কিন সংস্থার গবেষণা appeared first on Sangbad Pratidin.
