shono
Advertisement

আমেরিকায় একদিনে রেকর্ড মৃত্যু, ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৪

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫১১৬ জনের মৃত্যু হয়েছে। The post আমেরিকায় একদিনে রেকর্ড মৃত্যু, ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:59 AM Apr 02, 2020Updated: 11:32 AM Apr 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন, ইরান, ইতালি, স্পেনের পর আমেরিকায় হত্যালীলা চালাচ্ছে করোনা ভাইরাস। মার্কিন মুলুকে মারণ রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’লাথ। অব্যাহত মৃত্যু মিছিলও। এপর্যন্ত সে দেশে সর্বাধিক মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমেরিকায় একদিনে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তারাষ্ট্রে এ পর্যন্ত ৫,১১৬ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

চিনের মৃত্যুর রেকর্ডকে হার মানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। তবে স্পেন বা ইটালির চেয়ে মৃত্যুর হার অনেকটাই কম রয়েছে। আক্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছে। আর এই ঘটনা ট্রাম্প প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে। মার্কিন প্রশাসন আগেই আশঙ্কা  প্রকাশ করেছিল,  COVID-19-এর দাপটে আমেরিকায় মৃত্যু হতে পারে ১ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার পর্যন্ত। তাও, আমেরিকানরা যে সামাজিক দুরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মেনে চললে। সামাজিক দুরত্ব না মানলে সংখ্যাটা আরও বেশি হতে পারে।

[আরও পড়ুন : করোনার জেরে অনলাইনেই ভরতির আবেদন ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস এন্ড ফিনান্সে]

ট্রাম্প প্রশাসনের তরফে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ চিকিৎসক অ্যান্টনি ফৌসি বলছেন,  “এই সংখ্যাটা ধরেই আমাদের এগোতে হবে। তবে, এটা ধরে নেওয়া ঠিক না যে, এত মানুষকে আমাদের হারাতেই হবে।” সরকারের আরেক আধিকারিক বলছেন, “আমরা এর কমে আটকে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক আমেরিকানকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”  ইউরোপের পর করোনার ভরকেন্দ্র এখন আমেরিকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আমেরিকানদের একাংশের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্পের গা-ছাড়া মনোভাবের খেসারত এখন তাঁদের দিতে হচ্ছে। তবে সে কথায় কান দিতে রাজিন নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[আরও পড়ুন : জীবাণু নিয়ে গবেষণাই কাল, COVID-19 এর ছোবলে দক্ষিণ আফ্রিকায় মৃত্যু ভারতীয় বিজ্ঞানীর]

 

The post আমেরিকায় একদিনে রেকর্ড মৃত্যু, ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৮৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement