shono
Advertisement
Donald Trump-Greenland

'মিস্টার প্রেসিডেন্ট, চুলোয় যান...' ট্রাম্পকে একহাত নিলেন ডেনমার্কের এমপি! ভাইরাল ভিডিও

ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপের একাধিক দেশ। বিশ্বের বৃহত্তম দ্বীপকে সমর্থনের জন্য ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর শুল্কবাণ নিক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Biswadip DeyPosted: 11:20 AM Jan 21, 2026Updated: 01:37 PM Jan 21, 2026

গ্রিনল্যান্ড (Greenland) ৮০০ বছর ধরে ডেনিস সাম্রাজ্যের অংশ। এটা বিক্রয়যোগ্য নয়। কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) এমনই বার্তা দিলেন ডেনমার্কের এমপি অ্যান্ডার্স ভিস্তিসেন। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর বক্তব্যের ভিডিও। উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই দ্বীপ। তবে ট্রাম্পের সেই ইচ্ছার বিরুদ্ধে সরব হয়েছে ইউরোপের একাধিক দেশ। এবার তাঁকে 'জবাব' দিলেন ডেনিস এমপি।

Advertisement

অ্যান্ডার্সকে বলতে শোনা গিয়েছে, ''প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, খুব মনোযোগ দিয়ে শুনুন। গ্রিনল্যান্ড ৮০০ বছর ধরে ডেনিস রাজ্যের অংশ। এটি একটি অবিচ্ছেদ্য দেশ। এটি বিক্রির জন্য নয়। যাই হোক, চলুন, আমি এমন ভাষায় বলি যা আপনি বুঝবেন... মিস্টার প্রেসিডেন্ট, চুলোয় যান।" ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে তাঁকে এভাবেই আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। এরপর বাকি কথা তিনি ডেনিস ভাষাতেই বলতে থাকেন। তখন তাঁকে পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলাই স্টেফানুটা নিরস্ত করেন। মনে করিয়ে দেন, এমন ফলাফলের ফল ভুগতে হতে পারে। বলেন, ''আমি দুঃখিত, সতীর্থ। এটা আমাদের নিয়মের বাইরে। আমাদের আইনে এই কক্ষে এই ধরনের কদর্য ভাষা ও শব্দপ্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা আছে। আপনাকে থামানোর জন্য দুঃখিত। আপনার যতই রাজনৈতিক অনুভব থাকুক না কেন, এটা মেনে নেওয়া যায় না।''

কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই বার্তা দিলেন ডেনমার্কের এমপি অ্যান্ডার্স ভিস্তিসেন। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর বক্তব্যের ভিডিও। উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম দ্বীপকে সমর্থনের জন্য ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর শুল্কবাণ নিক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের সেই ‘রক্তচক্ষু’কে উড়িয়ে গ্রিনল্যান্ডের পাশে থাকারই বার্তা দিয়েছে ইউরোপের দেশগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement