সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত বালোচিস্তান। পাক সেনার কনভয় লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ পাক জওয়ানের। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি পাকিস্তান সরকার।
জানা গিয়েছে, শনিবার কালাট জেলার একটি হাইওয়ের উপর দিয়ে পাক সেনার দু’টি কনভয় যাচ্ছিল। সেই সময়ে সেখানে অতর্কিতে হামলায় চালায় সসস্ত্র বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। কনভয় লক্ষ্য করে চালানো হয় এলোপাথাড়ি গুলি। এমনকী রকেট-প্রপেলড গ্রেনেডও ছোড়া হয় বলে অভিযোগ। আচমকা এই হামলার জেরে প্রথমে কিছুটা দিশাহারা হয়ে পড়লেও পরে পালটা গুলি চালাতে শুরু করেন পাক জওয়ানরা। দীর্ঘ ৫০ মিনিট ধরে চলে এই গুলির লড়াই। এখনও পর্যন্ত এই হামলায় ৯ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে দু’জন ছিলেন এলিট স্পেশাল সার্ভিসেস গ্রুপের কমান্ডো। হামলায় দুটি কনভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে সংঘর্ষে বিদ্রোহীদের কারও প্রাণহানি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে গত কয়েক দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বালোচিস্তানের বিদ্রোহীরা। গত বছর থেকে সেই দাবিতে সশস্ত্র আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। পালটা দাঁত-নখ বের করেছে পাক সেনাও। এ বছর জানুয়ারি মাস থেকেই প্রায় ৪৫০ মানুষ প্রাণ হারিয়েছেন বালুচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তাকর্মী। অন্যদিকে, ট্রেন হাইজ্যাকের পাশাপাশি লাগাতার চলছে আত্মঘাতী হামলা। পালটা পাক সেনার বিরুদ্ধে বালোচিস্তানের সাধারন নাগরিকদের বেছে বেছে অপহরণের অভিযোগ উঠছে।
