shono
Advertisement
Zohran Mamdani

‘ওকে ভারতে পাঠিয়ে দাও’, মামদানির জয়ে সমাজমাধ্যমে বিষ ঢালছেন ট্রাম্প-ভক্ত ‘শ্বেতাঙ্গ উগ্রপন্থী’রা

নিউ জার্সি এবং ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনেও পরাজয়ের মুখ দেখেছেন রিপাবলিকানরা।
Published By: Subhodeep MullickPosted: 04:37 PM Nov 05, 2025Updated: 04:37 PM Nov 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয় কিছুতেই মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প-ভক্ত এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেন) আন্দোলনের সঙ্গে যুক্ত ‘শ্বেতাঙ্গ উগ্রপন্থী’রা। মামদানির জয়ের পরই তাঁরা বিষ ঢালতে শুরু করে দিয়েছেন সমাজমাধ্যমে। দাবি উঠছে, মামদানিকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক।

Advertisement

সমাজমাধ্যমে এই সংক্রান্ত একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। বেশির ভাগ পোস্টেই বলা হচ্ছে, “শহর বামপন্থীদের কবলে চলে গেল। নিউ ইয়র্কের ধ্বংসের সূচনা হল।” অনেকেই নিউ ইয়র্কের হবু মেয়রকে ‘কমিউসিস্ট’ এবং ‘জিহাদিস্ট’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘মামদানিকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। মামদানির মতো মানুষদের জন্যই আমাদের অভিবাসন ব্যবস্থা ভেঙে গিয়েছে।’ এক নেটিজেন বলেন, “আমেরিকানরা মামদানিকে নির্বাচিত করেননি। তাঁকে নির্বাচিত করেছেন বহিরাগতরা।” এমনকী নিউ ইয়র্কের হবু মেয়রকে ‘তৃতীয় বিশ্বের প্রাণী’ বলতেও পিছপা হননি অনেকে।  

নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং আরও এক ডেমোক্র্যাট প্রার্থী তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সূত্রের খবর, নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন মামদানি। অ্যান্ড্রু পেয়েছেন প্রায় ৪১ শতাংশের কাছাকাছি ভোট। অন্যদিকে, চরম বিপর্যয়ের মুখ দেখেছেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস। সূত্রের খবর, তাঁর প্রাপ্ত ভোট ১০ শতাশেরও নিচে। জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি, নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে ৩৪ বছর বয়সি মামদানিই হবেন কনিষ্ঠতম মেয়র।

প্রসঙ্গত, শুধু নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নয়, নিউ জার্সি এবং ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনেও পরাজয়ের মুখ দেখেছেন রিপাবলিকানরা। দু'টি প্রদেশেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। তাৎপর্যপূর্ণভাবে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এই দু'টি জায়গায় পরাস্ত হয়েছিলেন ট্রাম্প। রিপাবলিকানদের হারের সেই ধারা এবারও বজায় রইল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয় কিছুতেই মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প-ভক্ত এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেন) আন্দোলনের সঙ্গে যুক্ত ‘শ্বেতাঙ্গ উগ্রপন্থী’রা।
  • মামদানির জয়ের পরই তাঁরা বিষ ঢালতে শুরু করে দিয়েছেন সমাজমাধ্যমে।
  • দাবি উঠছে, মামদানিকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক।
Advertisement