shono
Advertisement
Doland Trump

'১০০০ ডলার নিন, আমেরিকা ছাড়ুন', অবৈধবাসীদের দেশছাড়া করতে নয়া অফার ট্রাম্পের

স্বেচ্ছায় না গেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
Published By: Amit Kumar DasPosted: 09:03 AM May 06, 2025Updated: 09:31 AM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে এবার নয়া অফার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হল, অবৈধবাসীরা যদি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যান সেক্ষেত্রে তাঁদের এক হাজার ডলার করে সরকার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ হাজার টাকা। স্বেচ্ছায় না গেলে এবং পরবর্তী সময়ে ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

Advertisement

সোমবার হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, 'যে কোনও অবৈধ অধিবাসী যদি সিবিপি হোম নামের অ্যাপে সরকারকে জানান তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তা হলে তাঁর পাশে দাঁড়াবে সরকার। সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী আটক করবেনা। নির্বাসন তালিকা থেকেও তাঁর নাম বাদ দেওয়া হবে। এর পাশাপাশি প্রশাসনের তরফে তাঁকে দেশে ফিরে যাওয়ার জন্য অগ্রিম ১০০০ ডলার দেওয়া হবে।' এ প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোম বলেন, "আপনি যদি অবৈধভাবে আমেরিকায় বসবাস করেন ও গ্রেপ্তারি এড়াতে চান, তাহলে এটাই একমাত্র উপায়। বলা ভালো আমেরিকা থেকে পালানোর সবচেয়ে নিরাপদ উপায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সিবিপি অ্যাপের মাধ্যমে অবৈধবাসীদের দেশে ফিরতে আগাম অর্থও দিচ্ছে।"

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই হাজার হাজার অবৈধ বসবাসকারীদের বিমানে তুলে নিজ নিজ দেশে ফেরানো হয়েছে। বাদ পড়েনি অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও। রীতিমতো হাতে ও কোমরে দড়ি বেঁধে দাগি অপরাধীদের মতো ব্যবহার করা হয় এইসব নাগরিকদের সঙ্গে। যা নিয়ে বিতর্কও তুমুল আকার নেয়।

এই ধরনের ঘটনার মুখে যাতে অবৈধবাসীদের পড়তে না হয় তার জন্য এবার খোলা প্রস্তাব দিল মার্কিন সরকার। যেখানে গ্রেপ্তারি এড়িয়ে সম্মানের সঙ্গে দেশে ফেরার পাশাপাশি তাঁদের অর্থও দেবে ট্রাম্প প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে এবার নয়া অফার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • অবৈধবাসীরা যদি স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যান সেক্ষেত্রে তাঁদের এক হাজার ডলার করে সরকার।
  • স্বেচ্ছায় না গেলে এবং পরবর্তী সময়ে ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।
Advertisement