সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক জুজুতে ভয় পেয়ে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি! ভারত-পাক সংঘাত ইস্যুতে এবার আরও এক নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন-সৌদি বিনিয়োগ মঞ্চের একটি অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত এবং পাকিস্তান দুই দেশের উপরেই ৩৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপর মোদি ফোন করে তাঁকে জানিয়েছেন যে ভারত যুদ্ধ করবে না।
মে মাসের পর থেকে অন্তত ৬০ বার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। বুধবার সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের উপস্থিতিতেই আবারও 'আষাঢ়ে গপ্পো' ফাঁদেন ট্রাম্প। দিব্যি গল্প বলার ঢঙে তিনি জানান, "আমি তো সোজা বলে দিয়েছিলাম, তোমরা যুদ্ধ চালিয়ে যেতেই পারো। কিন্তু আমি এবার ৩৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেব। রাজস্ব সচিব স্কট বেসেন্টকেও বিষয়টা জানিয়ে রেখেছিলাম।"
ট্রাম্পের দাবি, এই বিরাট শুল্কের ভয়েই রণংদেহি মেজাজ থেকে সরে আসে ভারত এবং পাকিস্তান। প্রথমেই নাকি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফোন করেছেন ট্রাম্পকে। হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ। তারপর ট্রাম্পকে ফোন করে মোদি নাকি বলেছেন, ভারত আর যুদ্ধের পথে হাঁটবে না। মার্কিন প্রেসিডেন্টের মতে, দুই দেশ একে অপরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছুড়বে তেমনটা তিনি কিছুতেই হতে দেবেন না।
উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। প্রত্যেকবার নতুন উপায়ে 'গল্প' ফেঁদে কৃতিত্ব দাবি করে চলেছেন তিনি।
