shono
Advertisement
Donald Trump

'মামদানির থেকে আমাকে বেশি সুন্দর দেখতে', মেয়র নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীকে তোপ ট্রাম্পের

মামদানিকে কমিউনিস্ট বলে 'দাগিয়ে' দিয়েছেন ট্রাম্প।
Published By: Anustup Roy BarmanPosted: 11:47 AM Nov 03, 2025Updated: 11:47 AM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে শুরু হয়ে গিয়েছে মেয়র নির্বাচন। মূল ভোট গ্রহণ মঙ্গলবার। সাম্প্রতিক সমিক্ষা বলছে জয়ের পথে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এই অবস্থায় মামদানির বিরুদ্ধে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে মামদানিকে, কমিউনিস্ট বলে 'দাগিয়ে' দিয়েছেন। ট্রাম্পের দাবি, তিনি মামদানির তুলনায় বেশি ভালো দেখতে।

Advertisement

রবিবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মামদানি 'কমিউনিস্ট। তিনি একজন সমাজতান্ত্রিকের থেকেও বেশি খারাপ।' ট্রাম্পের দাবি, 'আমাদের একজন কমিউনিস্ট আছেন। ৩৩ বছর বয়স। তিনি কিছুই জানেন না। সম্ভবত জীবনে একদিনও কাজ করেননি।' মামদানিকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, জোহরান জিতলে নিউ ইয়র্কের জন্য তা সমস্যার হবে। মামদানি জিতলে নিউ ইয়র্কের ফান্ড কমিয়ের দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, 'আমি নিউ ইয়র্কে খুব বেশি টাকা পাঠাবো না। আমরা আমাদের একটি মহান শহরকে ধ্বংস হতে দেব না। আমরা একে মহান করে তুলব। আমরা প্রায় ৩০ দিনের মধ্যে অপরাধ পরিষ্কার করব।'

ওয়াশিংটনের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, মাত্র ১২ দিনে শহর পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, 'আমরা ইতিমধ্যেই এই শহরগুলিতে অনেকটা এগিয়েছি। আমরা এর বিরোধীতা পছন্দ করিনা। কেউ নিউ ইয়র্কের কমিউনিস্ট মেয়র হলে তা ভুল করে হবে।'

সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান। শনিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেছেন মামদানিকে। জিতলে তাঁকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানির মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। উগান্ডায় জন্মানো মামদানি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন গভর্ণর অ্যান্ড্রু কুয়োমোর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। ডেমক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পরে নির্দল হিসেবে লড়ছেন কুয়োমো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়ের পথে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি।
  • মামদানির বিরুদ্ধে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • ট্রাম্প বলেন, মামদানি একজন সমাজতান্ত্রিকের থেকেও বেশি খারাপ।
Advertisement