সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। ফাঁস করেছে ওয়াশিংটনের ‘মিথ্যাচার’। কিন্তু তা-ও থামার লক্ষ্যণ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি দাবি করলেন, রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেবে ভারত।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যেই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইতিমধ্যেই চিন রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশে কমিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত পুরোপুরি তেল কেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে।”
দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। এরপর হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানে ফের একইকরম দাবি করেন ট্রাম্প। মোদিকে ‘বন্ধু’ সম্বোধন করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ফোনালাপের সময়ে রুশ তেল কেনা নিয়ে আশ্বাস দিয়েছেন মোদি। দীপাবলি উপলক্ষে মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, সেকথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। কিন্তু সেই ফোনালাপে রুশ তেল কেনা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের, সেকথা মোদির পোস্টে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, বুধবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ পাশাপাশি তিনি লেখেন, 'এই মহান আলোর উৎসবে আমাদের দুই মহান গণতন্ত্র বিশ্বকে আশার আলোয় আলোকিত করুক। এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে থাকুক।’
