shono
Advertisement
Donald Trump

অনুষ্ঠানের মাঝে চেয়ারে বসে ঘুম! ভিডিও ভাইরাল হতেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা।
Published By: Amit Kumar DasPosted: 02:01 PM Nov 10, 2025Updated: 02:01 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সর্বময়কর্তা তিনি। প্রটোকল মেনে তাঁর সমস্ত কার্যকলাপ ছকে বাঁধা। সেই তিনি কিনা সরকারি অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের মতো ঢলে পড়লেন গভীর ঘুমে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা।

Advertisement

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সভাঘরে আয়োজিত হয়েছিল এক সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সভায় তখন বক্তব্য রাখছিলেন এক সরকারি কর্তা। ঘোষণা হচ্ছিল, ওজন কমানোর ওষুধের দাম কমানো নিয়ে। সেই সময় ক্যামেরা ঘোরে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে দেখা যায় চেয়ারে বসেই গভীর ঘুমে ঢলে পড়েছেন তিনি। এর কিছুক্ষণ পর দেখা যায় ঘুম কাটাতে জোর করে চোখ খোলার চেষ্টা করছেন। চোখ রগড়াতেও দেখা যায় তাঁকে। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিনের দপ্তরও মশকরা করতে ছাড়েননি। সেই ছবি-সহ এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 'ঘুমে ডুবে থাকা ডন আবার ফিরে এসেছে।'

তবে ট্রাম্প ঘুমোচ্ছিলেন একথা মানতে নারাজ হোয়াইট হাউস। ট্রাম্পের আধিকারিক টেলর রজার্স বলেন, 'ওই অনুষ্ঠানে ট্রাম্প ঘুমোচ্ছিলেন একথা ঠিক নয়। বরং ওই অনুষ্ঠানে তিনি নিজে ভাষণ দিয়েছেন। এবং সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আমেরিকানদের জন্য ওষুধের দাম কমানো। এই পদক্ষেপের জেরে ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতার মতো সমস্যায় ভোগা মার্কিনিরা উপকৃত হবেন। মূল বিষয় থেকে বেরিয়ে প্রেসিডেন্টের বিরোধীরা ভিত্তিহীন আলোচনা চালিয়ে যাচ্ছেন।'

যদিও ট্রাম্পের এমন অবাঞ্ছিত ঘুম অনেকের মনে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এমনিতে ৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কিছু দিন আগে তাঁর পা ফোলার সমস্যা সামনে এসেছিল। সেই রোগের চিকিৎসা চলছে তাঁর। এরমাঝে এই ঘুম ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের সভাঘরে আয়োজিত হয়েছিল এক সরকারি অনুষ্ঠান।
  • সেই অনুষ্ঠানে চেয়ারে বসেই গভীর ঘুমে ঢলে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা।
Advertisement