shono
Advertisement
Halloween

সুপারহিরো থেকে কঙ্কাল, হোয়াইট হাউসে জমজমাট হ্যালোইন পালন ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নিজে অবশ্য কোনও কস্টিউম পরেননি।
Published By: Biswadip DeyPosted: 08:50 PM Oct 31, 2025Updated: 08:50 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে হইহই করে পালিত হচ্ছে হ্যালোইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শয়ে শয়ে কস্টিউম পরিহিত 'অতিথি'দের সঙ্গে পালন করলেন ভূতুড়ে উৎসব। এমনকী কয়েকজন শিশুকেও দেখা গেল।

Advertisement

ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে দেখা যায় দক্ষিণের লনে। সন্ধের শুরুটাই ছিল মাইকেল জ্যাকসেনর 'থ্রিলার'-এর অর্কেস্ট্রা সংস্করণ দিয়ে। যদিও ট্রাম্প নিজে কোনও কস্টিউম পরেননি। নীল স্যুট ও লাল টাই পরে এসেছিলেন তিনি। মেলানিয়ার পরনে ছিল বাদামি স্যুট ও কমলা পোশাক। শিশুদের সঙ্গে ছিল তাদের অভিভাবকরা। তাঁদের নানা মিষ্টান্ন উপহার দেন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের প্রাক্তন সহকারী কেটি মিলার কঙ্কালের পোশাক পরেছিলেন। অন্যদিকে তাঁর স্বামী ট্রাম্পের ডেপুটি হোয়াইট হাউস চিফ অফ স্টাফ স্টিফেন কেবল অবশ্য পরেছিলেন স্যুট। এদিকে শয়ে শয়ে শিশু, যাদের মধ্যে একেবারে শিশু থেকে কিশোররাও রয়েছে, তাদের দেখা গেল সুপারহিরোদের বেশে। স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ব্যালেরিনা এমনকী রাজকন্যার বেশেও এসেছিলেন কেউ কেউ। তবে দেখা গেল বহু অভিভাবক আবার ট্রাম্পের মতোই 'ইউএসএ' লেখা টুপি পরে রয়েছেন।

উল্লেখ্য, মসনদে বসার পর থেকে গত কয়েকমাসে বারবার সারা বিশ্বের খবরের শিরোনামে থেকেছেন ট্রাম্প। 'শুল্কযুদ্ধ' থেকে অভিবাসী বিতাড়ণ, নানা পদক্ষেপে তিনি সৃষ্টি করেছেন বিতর্কের। এমনকী তিনি তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট হবেন বলেও নাকি ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও সেই সংক্রান্ত প্রশ্নের স্পষ্ট জবাব দেননি ট্রাম্প। তবে ইঙ্গিতবাহী মন্তব্যে বলেন, “আমার তো ভালোই লাগবে। এখন আমার কাছে সবচেয়ে বেশি সংখ্যা (সমর্থন) রয়েছে।” এক সাংবাদিক সটান প্রশ্ন করেন, তাহলে তৃতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন? মজার ছলে ট্রাম্পের জবাব, “আপনিই বলুন কী করব”। এহেন বিতর্ক ও ঘটনাপ্রবাহের মধ্যেই তিনি পালন করলেন হ্যালোইন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াইট হাউসে হইহই করে পালিত হচ্ছে হ্যালোইন।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শয়ে শয়ে কস্টিউম পরিহিত 'অতিথি'দের সঙ্গে পালন করলেন ভূতুড়ে উৎসব।
  • এমনকী কয়েকজন শিশুকেও দেখা গেল।
Advertisement