সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসিয়ান বৈঠকের মাঝেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই পাক-আফগান যুদ্ধ দ্রুত থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশপাশি দরাজ সার্টিফিকেট দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান আসিম মুনিরকে। দু'জনকেই 'ভালো মানুষ' বলেছেন ট্রাম্প।
থাইল্যান্ডের যুদ্ধ থামানোর পরে এবার তাঁর নজরে পাক-আফগান দ্বন্দ্ব। কুয়ালালামপুর থেকে ট্রাম্প বলেছেন, "এখন একটাই যুদ্ধ বাকি আছে। যদিও, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান আলোচনা শুরু করেছে। কিন্তু আমি অত্যন্ত দ্রুত এই যুদ্ধ থামিয়ে দেব।" আসিম মুনির এবং শাহবাজ শরিফের প্রশংসা করে ট্রাম্প বলেন, "আমি দুই দেশকেই চিনি। তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল খুবই ভালো মানুষ। আমার কোনও সন্দেহ নেই আমরা এটা দ্রুত থামাতে পারবো।"
সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেন শাহবাজ এবং মুনির। সেখানেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। দু'পক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ দারুণ নেতা। গাজার শান্তি সম্মেলনে গিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে রীতিমতো উচ্ছ্বসিত প্রশস্তি গাইতে থাকেন। যা অবাক করে দেয় খোদ ট্রাম্পকেও।
কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষরের মঞ্চ থেকে ট্রাম্প বলেছেন, গড়ে প্রতি মাসে একটা করে যুদ্ধ থামিয়েছেন তিনি। ভারত-পাক দ্বন্দের সমাধানের কৃতিত্বও ফের নিজেই নিয়েছেন তিনি। নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করলেও ট্রাম্প বলেছেন, "আমি এর আগে অনেক যুদ্ধ থামিয়েছি। তার মধ্যে অন্যতম হল ভারত-পাকিস্তানের সংঘর্ষ।"
