shono
Advertisement

কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প, হঠাৎ কী হল?

গত জুলাই মাসে কানাডার উপর ৩৫ শতাংশের শুল্কবাণ নিক্ষেপ করেছিলেন ট্রাম্প।
Published By: Subhodeep MullickPosted: 10:22 AM Oct 26, 2025Updated: 10:22 AM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন তিনি। কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে কানাডায় একটি শুল্ক-বিরোধী বিজ্ঞাপন চালানো হয়েছিল। তাতেই ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দু’দিন আগেই কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত সমস্ত আলোচনা বাতিল করেছিলেন ট্রাম্প। তারপরই এই পদক্ষেপ নেওয়া হল।

Advertisement

গত শুক্রবার কানাডার অন্টারিও প্রদেশে সরকারের তরফে টিভিগুলিতে একটি বিজ্ঞাপন চালানো হয়েছিল। সেখানে প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ১৯৮৭ সালের একটি ভাষণের ফুটেজ দেখানো হয়। ওই ভাষণে তাঁকে বলতে শোনা যায়, শুল্ক গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করতে পারে। এই বিজ্ঞাপনের পরই ক্ষুব্ধ হন ট্রাম্প। শনিবার তিনি তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘শত্রুতাপূর্ণ আচরণ এবং তথ্যের ভুল উপস্থাপনার কারণে আমি কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।’মার্কিন প্রেসিডেন্ট ওই বিজ্ঞাপনটিকে ‘প্রতারণামূলক’ বলেও অভিহিত করেছেন। পাশাপাশি, তাঁর অভিযোগ, বিজ্ঞাপনে রিগানের বক্তব্যের ভূল ব্যাখ্যা করা হয়েছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে তিনি ৩৫ শতাংশের শুল্কবাণ নিক্ষেপ করেছিলেন কানাডার উপর। তার তিনমাস কাটতে না কাটতেই অতিরিক্ত ১০ শতাংশের শুল্কখাঁড়া নেমে এল মার্ক কারনির দেশের উপর।

উল্লেখ্য, গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন কারনি। প্রথম থেকেই চড়া শুল্ক নিয়ে ট্রাম্পের বিরোধিতা করেছেন তিনি। সাফ জানিয়েছিলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেকদিনের সম্পর্ক। সামরিক সহযোগিতা, নিরাপত্তা, অর্থনীতি-নানা বিষয়ের ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্ক এখন শেষ। কারণ আগামী দিনে আমেরিকা কী করবে, সেটা নিয়ে স্পষ্ট ধারণা নেই।” ফলে আগামী দিনে আমেরিকার উপর পালটা শুল্ক চাপাবে কানাডা, রয়েছে এমন সম্ভাবনাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement