shono
Advertisement
Donald Trump

প্রতিশ্রুতি দিয়েও পালটি! টমাহক পাচ্ছেনা ইউক্রেন, সাফ জানালেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্প বলেন, তিনি চাননা যুদ্ধ আরও বাড়ুক।
Published By: Anustup Roy BarmanPosted: 02:52 PM Nov 03, 2025Updated: 02:52 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার চেষ্টা করেও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অবস্থায় জানা যায়, রাশিয়াকে বাগে আনতে ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার টমাহক মিসাইল তুলে দিতে চলেছে আমেরিকা। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প নিজে। রবিবার এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া করা হবে না। ট্রাম্প বলেন, তিনি চাননা যুদ্ধ আরও বাড়ুক। সম্প্রতি, আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরেই দুই দেশের সম্পর্কে উন্নতি দেখা যায়। পরবর্তীকালে, ট্রাম্পের সঙ্গে ফোনে কথপকথন হয় পুতিনের। জানা যায়, সেখানে ইউক্রেনকে টমাহক দেওয়ার প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ রাশিয়ায় সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন পুতিন। পুতিন সরাসরি ট্রাম্পকে সতর্ক করেন, ইউক্রেনকে সামরিক সহায়তা মার্কিন-রাশিয়া সম্পর্কের ক্ষতি করতে পারে। এরপরেই ট্রাম্পের এই সিদ্ধান্তে চাপ বাড়বে ইউক্রেনের উপর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, 'এই যুদ্ধে চূড়ান্ত কিছু সম্ভব নয়। মাঝে মাঝে যুদ্ধ হতে দিতে হয়।'

রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ কিছুদিন আগে বলেন, "আমেরিকা ইউক্রেনের হাতে টমাহক মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। আমাদের সকলের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে। সবচেয়ে সমস্যায় পড়তে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্টই।" যদিও ট্রাম্প জানান, আমেরিকা এই টমাহক মিসাইল সরাসরি ইউক্রেনকে বিক্রি করবে না। তারা ন্যাটোর হাতে তুলে দেবে। ন্যাটে তা ইউক্রেনকে দিতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া করা হবে না।
  • আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • দুই দেশের সম্পর্কে উন্নতি দেখা যায়।
Advertisement