shono
Advertisement
Donald Trump

হাত বাঁধা, চোখে কালো চশমা! বন্দি প্রেসিডেন্ট মাদুরোর প্রথম ছবি প্রকাশ ট্রাম্পের

মাদুরোর জীবিত থাকার প্রমাণ চেয়েছিল ভেনেজুয়েলা।
Published By: Amit Kumar DasPosted: 11:09 PM Jan 03, 2026Updated: 11:26 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলার তরফে আমেরিকার কাছে আবেদন জানানো হয়েছিল তারা যেন মাদুরোর জীবিত থাকার প্রমাণ সামনে আনে। এর ঠিক পরই ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্টের ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

ট্রাম্পের প্রকাশিত সেই ছবিতে দেখা যাচ্ছে, চশমার মতো কালো রঙের আবরণে ঢাকা রয়েছে মাদুরোর চোখ, কানেও শব্দনিরোধক আবরণ। হাতকড়া পরানো মাদুরোর হাতে একটি জলের বোতল। এই অবস্থায় মার্কিন জাহাজে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে নিউ ইয়র্কে। তাঁর পরনে সাধারণ জ্যাকেট। ট্রুথ সোশাল মিডিয়ায় ট্রাম্পের তরফে এই ছবি পোস্ট হওয়ার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। সিএনএন সূত্রের খবর, মার্কিন সেনা যখন হামলা চালায়, সেই সময় স্ত্রীর সঙ্গে বেডরুমে ঘুমোচ্ছিলেন মাদুরো। সেখান থেকেই তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্স। 

উল্লেখ্য, শনিবার ভোররাতে রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। ভেনেজুয়েলায় হামলার পর সেখাকার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছিল নানা সূত্রে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ জানিয়েছিলেন, মাদুরোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার কোনও তথ্য তাদের কাছে নেই। এরপরই তিনি ওয়াশিংটনের কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চান। মাদুরোর ছবি প্রকাশ করে সেই সূত্রেই এবার সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। মার্কিন আদালতেই তাঁর বিচার হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।
  • সম্প্রতি ভেনেজুয়েলার তরফে আমেরিকার কাছে আবেদন জানানো হয়েছিল তারা যেন মাদুরোর জীবিত থাকার প্রমাণ সামনে আনে।
  • এর ঠিক পরই ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্টের ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement