shono
Advertisement
Donald Trump

‘আমার জন্যই সম্ভব হয়েছে’, ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্বের দাবি ট্রাম্পের

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়।
Published By: Subhodeep MullickPosted: 02:38 PM Oct 26, 2025Updated: 02:38 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফের একবার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি।

Advertisement

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সবচেয়ে কঠিন। আমি এর আগে অনেক যুদ্ধ থামিয়েছি। তার মধ্যে অন্যতম হল ভারত-পাকিস্তানের  সংঘর্ষ। আমার জন্যই তারা সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। প্রথমে ভেবেছিলাম এই যুদ্ধগুলি থামানো কঠিন। কিন্তু পরে বুঝতে পারি রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো সবচেয়ে কঠিন কাজ।”

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু তা-ও থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। সম্প্রতি রাষ্ট্রসংঘের সভায় যোগ দিয়ে এবং ইজরায়েলের সংসদে ভাষণ দেওয়ার সময়ও একই দাবি করেন তিনি। বিশেষজ্ঞদের একাংশ বলছে, নোবেল না পেয়ে ক্ষুব্ধ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। তাই বারবার তিনি সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে।
  • কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • ফের একবার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি।
Advertisement