সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প! সাংবাদিকদের সামনে সদর্পে সেকথা কার্যত ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাফ জানিয়ে দিলেন, মোটেই ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকবেন না তিনি। ট্রাম্পের এই ঘোষণা শুনে প্রশ্ন উঠছে, তাহলে কি সংবিধানের আর কোনও মূল্যই থাকবে না মার্কিন মুলুকে?
জাপান সফরের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমাকে অনেক বলবেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য। কিন্তু আমি সেটা করব না। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে থাকব না।" তাহলে কি আমেরিকার প্রেসিডেন্ট পদেই ফের লড়বেন ২০২৮ সালে? নিশ্চিত করে সেই প্রশ্নের জবাব দেননি ট্রাম্প। তবে ইঙ্গিতবাহী মন্তব্যে তিনি বলেন, "আমার তো ভালোই লাগবে। এখন আমার কাছে সবচেয়ে বেশি সংখ্যা (সমর্থন) রয়েছে।" এক সাংবাদিক সটান প্রশ্ন করেন, তাহলে তৃতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন? মজার ছলে ট্রাম্পের জবাব, "আপনিই বলুন কী করব"।
ট্রাম্পের তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া নিয়ে কেন এত বিতর্ক? আসলে মার্কিন সংবিধান অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট ৪ বছরের মেয়াদ হিসেবে দু’বার মসনদে বসতে পারবেন। সেটা পরপর হতে পারে, নাও পারে। কিন্তু কোনওভাবেই তা সব মিলিয়ে ৮ বছরের সময়সীমাকে অতিক্রম করতে পারবে না। এখনও পর্যন্ত মাত্র একবারই আমেরিকার ইতিহাসে কোনও প্রেসিডেন্ট তিনবার মসনদে বসেছেন। কিন্তু তারপর আইন করে বিষয়টি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন ট্রাম্প। তারপর ২০২৪ সালে আমেরিকার মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তন ঘটে। ২.০ জমানার শুরুতেই একসঙ্গে বহু নিয়ম পালটে ফেলেছেন রিপাবলিকান নেতা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নিয়ম থেকে শুরু করে ভোটার তালিকায় নাম লেখানোর প্রক্রিয়া, অনেককিছু বদলেছেন ট্রাম্প। ফলে 'গায়ের জোরে' সংবিধান সংশোধন করে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত করবেন ট্রাম্প, আশঙ্কায় মার্কিন রাজনৈতিক মহল।
