সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে শুরু হয়ে গিয়েছে মেয়র নির্বাচন। সাম্প্রতিক সমীক্ষা বলছে, জয়ের পথে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এই পরিস্থিতিতে তাঁকে ফের কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, “জোহরান যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হন, তাহলে সমস্ত তহবিল বন্ধ করে দেওয়া হবে।” জোহরানকে সমর্থন না করে ট্রাম্প আরও এক ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে জেতানোর আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘অ্যান্ড্রুকে পছন্দ করুন বা না করুন, তাঁর কোনও বিকল্প নেই। ভোটে আপনাদের তাঁকেই জেতাতে হবে। আশা করি তিনি ভালো কাজ করবেন। তাঁর ক্ষমতা আছে। কিন্তু জোহরানের নেই।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘নিউ ইয়র্ক আমার প্রথম বাড়ি। কমিউনিস্ট জোহরান মেয়র নির্বাচিত হলে সেই শহর কোনওদিনও সাফল্য লাভ করতে পারবে না। যদি নির্বাচনে তিনি জয়লাভ করেন, তাহলে আমি নিউইয়র্কের তহবিল প্রায় বন্ধ করে দেব।’ এর আগেও একাধিকবার ডেমোক্র্যাট প্রার্থীকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তাঁকে ফের একবার নিশানা করলেন তিনি।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।
