shono
Advertisement
Donald Trump

'এবার আমাদের বন্দুকও গর্জে উঠবে', খ্রিস্টান হত্যায় নাইজেরিয়ায় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইসলামি সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের।
Published By: Amit Kumar DasPosted: 06:58 PM Nov 02, 2025Updated: 06:58 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কড়া সুরে জানালেন, যদি নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাস জারি থাকে তবে আমেরিকার সেনাও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। একইসঙ্গে নাইজেরিয়ায় সমস্ত রকম মার্কিন সহায়তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার নাইজেরিয়াকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে অক্ষম হয়, তবে আমেরিকার বন্দুক গর্জন করতে প্রস্তুত। আমরা ইসলামি সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।" ট্রাম্প আরও বলেন, "যদি আমরা আক্রমণ শুরু করি তা অত্যন্ত ভয়াবহ হামলা হবে। ঠিক যেভাবে সন্ত্রাসীরা খ্রিস্টানদের উপর হামলা চালিয়েছে। ফলে নাইজেরিয়ার সরকারের উদ্দেশে আমাদের বার্তা, দ্রুত পদক্ষেপ করুন। অন্যথায়, ফল ভয়াবহ হবে।''

ট্রাম্পের হুঁশিয়ারির পাশাপাশি নাইজেরিয়াকে শিক্ষা দিতে প্রস্তুতিও জোরকদমে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেসগেথ বলেন, নাইজেরিয়ার সরকার যদি ইসলামি সন্ত্রাস ছড়ানো সংগঠনগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে, তবে মার্কিন সেনা পুরোদমে প্রস্তুত। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সেই দেশগুলির তালিকা তৈরি করেছে যেখানে ধর্মের ভিত্তিতে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়। এই তালিকায় নাইজেরিয়ার পাশাপাশি রয়েছে পাকিস্তান, রাশিয়া, চিন, মায়ানমার ও উত্তর কোরিয়া।

গত শুক্রবারই এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন, "নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করছে ইসলামি জঙ্গিরা। খ্রিস্টানদের টার্গেট করে লাগাতার সন্ত্রাসবাদী হামলা হচ্ছে অথচ প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু একই কথা আওড়ে চলেছেন, তিনি নাকি ধর্মীয় স্বাধীনতার রক্ষক।" উল্লেখ্য, নাইজেরিয়ায় আতঙ্কের অন্যতম নাম বোকো হারাম। ভয়াবহ এই জঙ্গিগোষ্ঠীর মূল লক্ষ্য গোটা বিশ্বে 'খিলাফত' প্রতিষ্ঠা। যার জেরে নাইজেরিয়ার মাটিতে অমুসলিমদের নৃশংসভাবে হত্যা করে এরা। দিনের পর দিন এই ঘটনায় এবার তেতে উঠলেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • কড়া সুরে জানালেন, যদি নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাস জারি থাকে তবে আমেরিকার সেনাও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।
  • একইসঙ্গে নাইজেরিয়ায় সমস্ত রকম মার্কিন সহায়তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement