shono
Advertisement
Donald Trump

‘ভারত-আমেরিকার বন্ধন ঐতিহাসিক’, সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা ট্রাম্পের, 'শুল্কযুদ্ধে'র মাঝেই বন্ধুত্বের বার্তা?

গত বছর ভারতীয় পণ্যে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল কেনে বলেই চড়া হারে শুল্ক চাপানো হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 04:19 PM Jan 26, 2026Updated: 04:24 PM Jan 26, 2026

ভারত-আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক। দুই দেশের গণতন্ত্র প্রাচীন। সোমবার সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ‘শুল্কযুদ্ধ’-সহ বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়েছে দুই দেশ। এই সংঘাত আবহেই বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা শেয়ার করেছে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি ভারত সরকার এবং ভারতের জনগণকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসাবে আমেরিকা এবং ভারতের বন্ধন ঐতিহাসিক।’ ৭৭তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও। তাঁর বার্তা, “মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে, আমি ভারতের জনগণকে প্রজাতন্ত্র দিবসে আমার আন্তরিক অভিনন্দন জানাই।” এছাড়াও প্রতিরক্ষা, বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দো-মার্কিন ঐতিহাসিক সম্পর্কের স্মরণ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ভারতীয় পণ্যে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আরও ২৫ শতাংশ শুল্ক এবং জরিমানা আরোপ করা হয়। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল কেনে বলেই চড়া হারে শুল্ক চাপানো হয়েছে। তার পর থেকেই ভারত এবং আমেরিকার সম্পর্কের অবনতি হয়। শুধু তা-ই নয়, দু'দেশের বহু আলোচিত বাণিজ্যচুক্তিও বাস্তবায়িত হয়নি। এর ফলে ভারত-আমেরিকার সংঘাত আরও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ট্রাম্পের মৈত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement