সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'গার্ড অফ অনার' দেওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন প্রোটোকল ভুলেই বসলেন! একবার স্যালুট করতে হাত উপরে তুললেন। একবার নামিয়ে নিলেন। তারপরও আরও নানা আজব কাণ্ড করলেন তিনি। ভাইরাল ভিডিওয় যা দেখে হেসে গড়াল নেট ভুবন।
জাপান সফরে গিয়েছেন ট্রাম্প। পৌঁছনোর পরই তাঁর সম্মানার্থে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। কিন্তু সেই সময় ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল তিনি বুঝতে পারছেনা কী করবেন। যেন তিনি জানেনই না, কী করতে হবে। একবার হাত তুলে স্যালুট করলেন, তারপর হাত নামিয়ে এগিয়ে গেলেন! এবং এগোতেই থাকলেন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি তাঁকে থামার ইশারা করলেও ট্রাম্প যেন থামতে ভুলেই গিয়েছেন! যদিও সেই হাঁটায় আত্মবিশ্বাস ছিল না। যেন আনমনে বাগানে বেড়াচ্ছেন, এমন ভঙ্গিতে এলোমেলো হেঁটে সকলকে চমকে দিচ্ছিলেন ট্রাম্প। এক গার্ড তাঁকে ইঙ্গিত করেন কোনদিক দিয়ে ডায়াসে যেতে হবে। কিন্তু তিনি সেকথা শুনলে তো! এরপর আসরে নামেন খোদ জাপানের প্রধানমন্ত্রী। শেষপর্যন্ত তিনিই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান ট্রাম্পকে।
গত কয়েক মাস ধরেই ৭৯ বছর বয়সি ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তিনি সম্প্রতি ভারতকে ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। দাবি করতে থাকেন, শুল্কের কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামানো গিয়েছে।
