সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শীঘ্রই সেদেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করব। দক্ষিণ কোরিয়া থেকে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় পা রেখেছেন ট্রাম্প। গেয়ংজুতে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারতের সঙ্গে আমি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমাদের দু’জনের সম্পর্ক দারুণ। মোদির নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে।” আমেরিকার বাণিজ্য এবং বিদেশনীতির প্রশংসা করে তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই বহু যুদ্ধ থামিয়েছি।, আমাদের দেশকে শক্তিশালী করেছি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে, আমরা একের পর এক বাণিজ্যচুক্তিও স্বাক্ষর করছি।” এরপরই ট্রাম্প দাবি করেন, ভারত এবং পাকিস্তান যখন সংঘর্ষে লিপ্ত ছিল, তখন তিনি দু’দেশের রাষ্ট্রপ্রধানকেই জানিয়েছিলেন, তিনি কোনও পক্ষের সঙ্গেই বাণিজ্যচুক্তি করবেন না। ট্রাম্প বলেন, “আমি মোদিকে বলেছিলাম, আমরা ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করব না। কারণ, আপনি পাকিস্তানের সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে, পাক প্রধানমন্ত্রীকে ফোনে জানিয়েছিলাম, তাদের সঙ্গেও আমরা বাণিজ্যচুক্তি করব না। কারণ, পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি ভারত এবং পাকিস্তানকে ২৫০ শতাংশ শুল্ক আরোপের হঁশিয়ারি দেন। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই দু’দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বন্ধ দরজার আড়ালে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিতও মিলছে দু’তরফ থেকে। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধ শুরু করেন ট্রাম্প। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। সব মিলিয়ে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপান তিনি। যদিও ঘরোয়া বাজারে চাপের মুখে সুর নরম করেছে আমেরিকা। আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চাইছে দু’পক্ষই। পাশাপাশি, বাণিজ্যচুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও সেকথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন ট্রাম্প।
