shono
Advertisement
Donald Trump

গলছে বরফ! ইরানকে বিরল 'ধন্যবাদ' ট্রাম্পের, কাটল যুদ্ধের মেঘ?

সরকারবিরোধী আন্দোলনে নামা আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।
Published By: Biswadip DeyPosted: 09:36 AM Jan 17, 2026Updated: 10:04 AM Jan 17, 2026

গত কয়েকদিন ধরেই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল ইরানে। বিমানহানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আয়াতোল্লা খামেনেই প্রশাসন। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে, এমনটাও শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিলেন ইরানকে। জানিয়ে দিলেন, সরকারবিরোধী আন্দোলনে নামা আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ''ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। গতকালই ৮০০-রও বেশি মানুষকে ফাঁসি দিতে যাচ্ছিল তারা। কিন্তু অবশেষে বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। ধন্যবাদ।'' পরে নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালেও একই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা অত্যন্ত বিরল। ফলে মনে করা হচ্ছে এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিলেন ইরানকে। জানিয়ে দিলেন, সরকারবিরোধী আন্দোলনে নামা আটশোর বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত।

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্প হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। জানিয়েছিলেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমেরিকাকে আসরে নামতেই হবে। শোনা যাচ্ছিল, যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে। কিন্তু বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিরতি বিষয়টিকে অন্য চেহারা দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে সৌদি আরব, মিশর, কাতার, ওমানের মধ্যস্থতাতেই দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলেই দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। জানা যাচ্ছে, এই চার দেশের তরফে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে, ইরানে আক্রমণ করলে তাদেরও ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে ইরানকেও সতর্ক করা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলিতে হামলা করলে তা সেই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটাবে। এহেন পরিস্থিতিতে ট্রাম্পের মুখে ইরান সম্পর্ক নরম মন্তব্য বুঝিয়ে দিল, সম্ভবত মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশ নীল হতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement