shono
Advertisement
Shah Rukh Khan Don 3

কোনও সিং-কাপুর নন, 'ডন ৩'কে বাঁচাতে শাহরুখেই ভরসা! কিন্তু 'কিং' রাখলেন বড় শর্ত

শাহরুখকে ছাড়া অসম্ভব 'ডন ৩'! রণবীর সিং ছাঁটাই হওয়ার পর কোন শর্ত রাখলেন কিং খান?
Published By: Sandipta BhanjaPosted: 10:01 AM Jan 17, 2026Updated: 10:21 AM Jan 17, 2026

রণবীর সিং 'আউট', শাহরুখ খান 'ইন'! নতুন বছরে বলিপাড়ায় বড় খবর। কানাঘুষো, রণবীর ছাঁটাই হওয়ার পর 'ডন ৩' সিনেমার ভবিষ্যৎ বাঁচাতে বাদশার উপরই ভরসা রেখেছেন ফারহান আখতার। সম্প্রতি এই ছবির জন্য নাকি প্রস্তাব গিয়েছে শাহরুখের কাছে। এইমুহূর্তে কন্যা সুহানা খানের বলিউড অভিষেকের জন্য 'কিং'-এর প্রস্তুতিতে ব্যস্ত সুপারস্টার। সেই সিনেমা যে ছাব্বিশের বক্স অফিসের 'গেমচেঞ্জার' হতে চলেছে, তা হলফ করে বলাই যায়। এদিকে 'কিং' মুক্তির অপেক্ষায় যখন বাদশাভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, তখন এমন আবহে জানা গেল, 'ডন'-এর আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য ফের শাহরুখের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রাথমিকভাবে সবুজ সংকেত দিলেও প্রযোজনা সংস্থার কাছে নাকি এবার বড়সড় শর্ত রেখেছেন কিং খান। যদিও তাতে ফারহান আখতার রাজি হবেন কিনা? সেটা নিয়ে ধন্দ রয়েছে। কানাঘুষো, শাহরুখ এবার প্রযোজক-পরিচালক ফারহানের 'ডন' ফ্র্যাঞ্চাইজিতে অ্যাটলিকে চাইছেন। তবে এক্ষেত্রে কোন ভূমিকায় থাকবেন 'জওয়ান' পরিচালক? সেটা খোলসা করেননি কিং খান। উল্লেখ্য, তেইশ সালে অ্যাটলির হাত ধরেই মন্দা বলিউডের বক্স অফিসে সুনামি এনেছিলেন শাহরুখ খান। যে সিনেমা বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করে শাহরুখকে বলিউড বাদশার সিংহাসন ফিরিয়ে দিয়েছিল। তাই নাকি এবার 'ডন'-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিট করাতেও অ্যাটলিকেই 'ব্রহ্মাস্ত্র' হিসেবে টিমে চাইছেন কিং খান। তবে বাদশার এই শর্তে এবার ফারহান আখতার রাজি হন কিনা, সেটা দেখার। কারণ ২০০৬ সাল থেকে একচেটিয়াভাবে 'ডন' সাম্রাজ্যের মালিকানা ফারহানের হাতে। শাহরুখকে দিয়েই প্রথম ও দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হিট করিয়েছিলেন প্রযোজক-পরিচালক। এবার তাই নিজের টিমে দক্ষিণী পরিচালক অ্যাটলিকে জায়গা দেবেন কিনা? তাতে সন্দেহ রয়েই যায়।

এদিকে ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনও রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার অন্যান্য কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। গত ডিসেম্বরে আবার 'ধুরন্ধর'-এর মারাকাটারি ব্যবসার পর রণবীর সিংয়ের বায়নাক্কার বহর দেখে তাঁকে টিম থেকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। যদিও রণবীরের কাস্টিং নিয়ে প্রথম থেকেই অসন্তোষ দেখা গিয়েছিল দর্শকমহলে। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত সিনেপ্রেমীরা, সেখানে রণবীর সিংয়ের ব্যক্তিত্বর সঙ্গে নাকি এই চরিত্র একেবারেই বেমানান, বলে দাবি করেছিলেন অনেকে। কিন্তু সেই বিতর্কযজ্ঞে জল ঢেলে ‘অভিনেতা রণবীরের ক্যারিশমা’র কথা মনে করিয়ে দিয়েছিলেন ফারহান আখতার, তবে তাতে চিঁড়ে ভেজেনি! তাই শেষমেশ পরিস্থিতির জেরে রণবীরকে সরিয়ে দেওয়া হয়। এরপরই শোনা যায়, এই সিনেমার ভবিষ্যৎ নাকি বিশ বাওঁ জলে! তবে মাস ঘুরতেই এবার শাহরুখের 'এন্ট্রি'র গুঞ্জনে তোলপাড় টিনসেন টাউন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement