shono
Advertisement
Donald Trump

‘যতই লড়াই করুন…’, ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে এবার জেলেনস্কিকে সতর্কবার্তা ট্রাম্পের

কী বললেন ট্রাম্প?
Published By: Subhodeep MullickPosted: 09:34 AM Nov 23, 2025Updated: 09:34 AM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই শান্তিচুক্তি নিয়ে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট যতই লড়াই করুন। তাতে কোনও ফল হবে না। তিনি যুদ্ধ থামিয়েই ছাড়বেন। পাশাপাশি, যুদ্ধ থামানোর সময়সীমাও বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

শনিবার সকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি জেলেনস্কি শান্তিচুক্তিতে রাজি না হন, তাহলে তিনি তাঁর মতো লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু আমি এই যুদ্ধ থামিয়েই ছাড়ব। আগামী ২৭ নভেম্বরের মধ্যে ইউক্রেনকে রাজি হতেই হবে।” তিনি আরও বলেন, “শান্তিচুক্তিই আমাদের চূড়ান্ত পদক্ষেপ নয়। যদি তা কর্যকর করতে কোনও জটিলতা তৈরি হয়, তাহলে অন্যপথও আমাদের কাছে রয়েছে। আমরা শান্তি স্থাপন করবই।” এদিকে জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকা তাদের প্রস্তাব মেনে নেওয়ার ইউক্রেনকে ক্রমাগত চাপ দিচ্ছে। গোটা পরিস্থিতিকে ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। এই পরিস্থিতিতে এবার যুদ্ধ থামাতে জেলেনস্কিকে চাপ দিতে শুরু করল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • তাই শান্তিচুক্তি নিয়ে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প।
  • তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট যতই লড়াই করুন। তাতে কোনও ফল হবে না।
Advertisement