shono
Advertisement
Donald Trump

ইউরোপীয় ইউনিয়নকে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! 'হুমকি নয় সম্মান', বলছে EEU

ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার।
Published By: Biswadip DeyPosted: 01:41 PM May 24, 2025Updated: 01:41 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যাহত ট্রাম্পের শুল্কযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট এবার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে। আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। এর প্রতিক্রিয়ায় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকভিক জানিয়েছেন, তাঁরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়।

Advertisement

এর আগে শুক্রবার ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির বিষয়টি এগোচ্ছেই না। যদিও তাঁর দাবি, ''আমি কোনও চুক্তি করতে চাই না। আমাদের চুক্তি হয়েই গিয়েছে।'' প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পাঠানো হয়েছিল। আবার আমেরিকা কিনেছিল ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য। এবার ট্রাম্প হুঁশিয়ারি দিলেন ৫০ শতাংশ শুল্ক চাপানোর।

হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই শুল্কযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার দেশগুলি তো বটেই, ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ে ২০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্রান্স, ইটালির মতো ইইউ সদস্যভুক্ত দেশগুলি। এই পরিস্থিতিতে এবার আমেরিকাকে পালটা দিতে অস্ত্র ধরছে ইউরোপীয় ইউনিয়ন। প্রসঙ্গত, গত এপ্রিলে ইউরোপের ২৭টি দেশ মিলে গঠিত সংগঠনটি মার্কিন পারস্পরিক শুল্কের পালটা মার্কিন পণ্যে শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছিল। বহু মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয় ইইউ-এর তরফে। এবার ট্রাম্পের মুখে শোনা গেল ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অব্যাহত ট্রাম্পের শুল্কযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট এবার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে।
  • আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে।
  • এর প্রতিক্রিয়ায় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকভিক জানিয়েছেন, তাঁরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়।
Advertisement