সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-তে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে, ৬০তলা এই বহুতলের উপরের দিকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় পুলিশ। দুর্ঘটনার জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত ৬০ তলা এই বহুতলটি। শনিবার সকাল ৬.৪০ নাগাদ নজরে পড়ে বহুতলটির উপরের অংশে আগুন লেগেছে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই সেখানে উপস্থিতি হয় পুলিশ ও দমকলবাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর ৭টা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। সম্পূর্ণরূপে আগুন নেভাতে বেজে যায় প্রায় ৯টা। জানা যাচ্ছে, ওই ভবনের আভ্যন্তরীণ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয় আগুন নেভাতে।
তবে কীভাবে জনপ্রিয় এই বহুতলে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, ওই বহুতলের ৫৭ তলায় একটি রেস্তোরাঁ রয়েছে। সেখান থেকেই এই আগুন লেগে থাকতে পারে। আপাতত রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। তবে অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বহুতলের উপরের অংশ দাউদাউ করে জ্বলছে ও কালো ধোঁয়া বের হচ্ছে।
উল্লেখ্য, জনপ্রিয় পর্যটনস্থল পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে তৃতীয় টাওয়ার এটি। ৬০ তলা এই বহুতল মেনারা ক্যারিগালি নামেও পরিচিত। যেখানে অসংখ্য অফিসের পাশাপাশি রয়েছে অনেক রেস্তরাঁ।
