সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তস্নাত ফ্রান্স। বুধবার ফ্রান্সের ওলেরনে পথচারিদের উপর গাড়ি চালিয়ে দেন এক ব্যক্তি। এর পরেই 'আল্লাহু আকবর' স্লোগান দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনায় আহত ১০ জন। ৩৫ বছরের ওই ব্যক্তিকে গ্রেপ্তার পরেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে আটলান্টিকের ধারে ফ্রান্সের ওলেরনে এই ঘটনা ঘটেছে। সকাল ৯টা নাগাদ পথচারি এবং সাইকেল আরোহীদের উপর ওই ব্যক্তি গারি চালিয়ে দেন বলে জানা গিয়েছে। এরপরে রাস্তার ধারে উলটে যায় ওই ব্যক্তির গাড়ি।
দ্রুত এলাকায় পৌঁছে যায় পুলিশ। উলটে যাওয়া গাড়ির মধ্যে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করার সময় তিনি ধর্মীয় স্লগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করার সময় 'আল্লাহু আকবর' স্লোগান শোনা যায় তাঁর মুখে। গ্রেপ্তার ওই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তিকে একটি ছোট জেলে গ্রাম লা কোটিনিয়েরের বাসিন্দা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিকে এর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য গ্রেপ্তার করে পুলিশ।
