সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। মেরিল্যান্ড প্রদেশের আন্নাপোলিসে এক সংবাদপত্রের অফিসে গুলিবর্ষণে নিহত অন্তত ৫। আহত বহু। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওয়াশিংটন থেকে ঘণ্টাখানেকের দূরত্বে আন্নাপোলিস শহর। সেখানে ‘ক্যাপিটাল গেজেট’ সংবাদপত্রের অফিসে হামলা চালায় এক বন্দুকবাজ। একটি সেমি-অটোমেটিক রাইফেল থেকে সংবাদমাধ্যমের কর্মীদের উপর নির্বিচারে গুলি চালায় হামলাকারী। পুলিশ সূত্রে খবর, ধৃত বন্দুকবাজ এক পূর্ণবয়স্ক শ্বেতাঙ্গ পুরুষ, তার সঙ্গে একটি রাইফেল ও একটি শটগান ছিল। এই ঘটনায় ইতিমধ্যে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে টুইট করে শোকপ্রকাশ করেছেন।
ধৃতকে জেরা করছে পুলিশ। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। চারতলা ওই অফিসে বিস্ফোরকও রাখা ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে সাংবাদিকদের এভাবে টার্গেট করা হল তার কারণও জানা যায়নি। এর আগে ২০১৫-য় ভার্জিনিয়ার রোয়ানোকেতে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের লাইভ ব্রডকাস্ট চলাকালীন গুলিবর্ষণে ২ সাংবাদিকের মৃত্যু হয়। উল্লেখ্য, ওই একই বছর প্যারিসে সাপ্তাহিক পত্র শার্লি হেব্দোর অফিসে জঙ্গিরা হামলা চালায়। মৃত্যু হয় ১২ জন সংবাদকর্মীর।
[সম্পত্তির লোভে বিধবা মাকে কুপিয়ে খুন ছেলের, চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ায়]
The post আমেরিকায় সংবাদপত্রের অফিসে বন্দুকবাজের হামলা, নিহত ৫ appeared first on Sangbad Pratidin.
