সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকবাজের হামলা। দুষ্কৃতীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। পাশাপাশি, অপরহরণ করে নিয়ে যাওয়া হয়েছে অনেক গ্রামবাসীকে। অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি।
রবিবার বিকেলে নাইজেরিয়ার বোরগু প্রদেশের কাসুওয়ান-দাজি গ্রামে হঠাৎই হামলা চালায় সশস্ত্র আততায়ীরা। গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারদিকে। প্রাণ বাঁচাতে দিকবিদিকশুন্য হয়ে গ্রামবাসীরা ছুটতে থাকেন। সেই সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। মুহূর্তেই রক্তে ভেসে যায় চারদিক। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে এখানেই থামেনি আততায়ীরা। বেশ কয়েকজন গ্রামবাসীকে তারা আটক করে নিয়ে গিয়েছে বলে খবর। একইসঙ্গে দুষ্কৃতীরা স্থানীয় বাজারেও হামলা চালায় বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সেখানকার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলা চালানোর আগে আততায়ীরা গত এক সপ্তাহ ধরে সেখানে ঘোরাঘুরি করছিল। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, "এখনও মৃতদেহগুলি পড়ে রয়েছে। আমরা সেখানে যেতে পারছি না। এখানে আমাদের কোনও নিরাপত্তা নেই।"
