সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে ভারতীয়দের এইচ-১বি (H-1B) ভিসায় কোপ। মার্কিন সরকারের তরফে গত এক দশকে H-1B ভিসার অনুমোদন কমিয়ে দেওয়া হয়েছে ৭০ শতাংশ। এবং গত এক বছরে তা ৩৭ শতাংশ কমেছে। রিপোর্ট অনুযায়ী, ভারতের বৃহত্তম ৭টি আইটি সংস্থার মধ্যে 'টিসিএস'-এর কর্মীরাই সর্বাধিক এই ভিসা পেয়েছেন। সবকটি সংস্থা মিলিয়ে মোট ৪৫৭৩ জন কর্মীকে এই ভিসা দিয়েছে মার্কিন সরকার। এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে একহাত নিয়েছে এলন মাস্ক।
রিপোর্ট বলছে, গত বছর যেখানে টিসিএসের মাত্র ৪ শতাংশ H-1B ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, এবার তা বেড়ে হয়েছে ৭ শতাংশ। কর্মসূত্রে আমেরিকায় থাকা টিসিএসের ৫,২৯৩ জন কর্মীকে সেখানে চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভারত থেকে আমেরিকায় পাঠানো নতুন কর্মীদের সংখ্যা গত বছর ছিল ১৪৫২ জন। এবছর টিসিএসের সেই সংখ্যাটা মাত্র ৮৪৬ জন। ভারতের শীর্ষ আইটি সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি H-1B ভিসার আবেদন খারিজ হয়েছে টিসিএসেরই। এই সংখ্যাটা ৭ শতাংশ। এরপর রয়েছে ইউপ্রো (Wipro ) ২ শতাংশ, ইনফোসিস, এইচসিএল, LTI Mindtree এদের ভিসা বাতিলের হার এক শতাংশ।
ভারতীয়দের H-1B ভিসা নিয়ে এহেন রিপোর্ট সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিকে একহাত নিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। তিনি বলেন, আমেরিকা যে আজ সুপার পাওয়ার এর নেপথ্যে রয়েছেন ভারতীয়রা। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতীয় অভিবাসীদের প্রতিভা আমেরিকাকে অনেক উপকৃত করেছে। ভারতীয় বংশোদ্ভূতরাই বিশ্বের সেরা সংস্থাগুলির শীর্ষ পদে রয়েছেন। সেই ভারতীয়দের প্রতি ট্রাম্পের এই আচরণ ঠিক নয় বলে দাবি করেছেন মাস্ক।
