shono
Advertisement

আমেরিকায় হ্যালোইন পার্টিতে জঙ্গি হামলার ছক বানচাল, FBI-এর জালে একাধিক সন্দেহভাজন

শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল।
Published By: Amit Kumar DasPosted: 08:50 PM Oct 31, 2025Updated: 08:50 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকার মাটিতে বড় জঙ্গি হামলার ছক! তবে ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল। জানা যাচ্ছে, আমেরিকার মিশিগানে হ্যালোইন উইকএন্ড পার্টিতে হামলার ছক কষেছিল সন্দেহভাজন জঙ্গিরা।

Advertisement

কাদের গ্রেপ্তার করা হয়েছে, কিংবা কী ধরনের হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে এফবিআই ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন এফবিআই কর্তা কাশ প্যাটেল। জানিয়েছেন, 'আজ সকালে এফবিআই ও পুলিশ প্রশাসনের সতর্কতায় বড় জঙ্গি হামলা রুখে দেওয়া গিয়েছে। তাঁদের সকলকে ধন্যবাদ যারা ২৪ ঘণ্টা দেশরক্ষায় কাজে নিয়োজিত। এনারাই অপরাধীদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন।'

এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিস জানিয়েছে, শুক্রবার সকালে মিশিগানের ডিয়ারবর্ন ও ইনকস্টার শহরে তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন। মিশিগানের এফবিআই আধিকারিকরা এই দুই শহরে অভিযান চালিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এফবিআই জানিয়েছে, এই মুহূর্তে শহরে আর কোনও বিপদের ঝুঁকি নেই। এববিআইয়ের এহেন তৎপরতায় বিশেষজ্ঞদের অনুমান, এই শহরে হ্যালোইন পার্টিকে টার্গেট করে শনিবার বড় জঙ্গি হামলার ছক ছিল। যা বানচাল করেছে দেশের গোয়েন্দা বিভাগ।

উল্লেখ্য, আমেরিকার মিশিগানে হামলার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত মাসে মিশিগানের এক চার্চে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হন আরও ৮ জন। পালটা পুলিশের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। তার আগে গত জুলাই মাসে এখানে এক ওয়ালমার্টের সুপারস্টোরে ছুরি হাতে হামলা চালায় এক ব্যক্তি। সেই হামলায় অন্তত ১১ জন আহত হন। যার মধ্যে ৬ জনের গুরুতর আহত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement