নোবেল না পাওয়ার হতাশা কোনওভাবেই চেপে রাখতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে চিঠি চালাচালির পর ফের একবার এই ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প। এবার নিজের সাফল্যের খতিয়ান তুলে ধরে তাঁর দাবি, "৮টি যুদ্ধ থামিয়েছি আমি। প্রতিটি যুদ্ধ থামানো পিছু একটি করে নোবেল পাওয়া উচিত আমার।" এপ্রসঙ্গেই ফের একবার ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধ পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পৌঁছেছিল। আমি সেই যুদ্ধ থামিয়েছি। পাশাপাশি তিনি আরও বলেন, "আমি বিগত ১০ মাসে এমন ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি না থাকলে কেউ এই সব যুদ্ধ থামাতে পারত না। পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে মরণ যুদ্ধে নেমেছিল। যেখানে ৮টি বিমান ধ্বংস হয়। এই যুদ্ধ পরমাণু যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল।" এপ্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করে ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ১০ মিলিয়ন মানুষের প্রাণ রক্ষা করেছেন। হয়ত বাস্তবে এই সংখ্যাটা এর চেয়েও বেশি।"
এর পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রীর দাবি খারিজ করে ট্রাম্প বলেন, "আমি নোবেল নিয়ে চিন্তা করি না, আমি মানুষের জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি। যারা মনে করেন নোবেল পুরস্কার নরওয়ে সরকার নিয়ন্ত্রণ করেন না, তাঁরা নিশ্চয়ই মজা করছেন। নোবেল পুরস্কারের জন্য একটি বোর্ড রয়েছে এটা ঠিকই, কিন্তু নরওয়ে সরকার সেই বোর্ডকে নিয়ন্ত্রণ করে। ফলে নরওয়ে কী বলল তাতে আমার কিছু যায় আসে না।"
উল্লেখ্য, সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে তিনি বলেন, ‘৮টির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে শান্তির বিষয়ে চিন্তা করার কোনও প্রয়োজন অনুভব করি না আমি। অবশ্য শান্তি শান্তির মতোই থাকবে, কিন্তু এখন থেকে আমি শুধু আমেরিকার জন্য কোনটা ভালো ও সঠিক সেদিকেই মনোনিবেশ করব।’ এর পালটা নরওয়ের প্রধানমন্ত্রী জানান, “আমি গতকাল বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ওই বার্তা পাই। এর আগেও আমি বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্য করেছি। কিন্তু উনি বুঝতে চাইছেন না। সবাই জানে নোবেল পুরস্কার স্বাধীন নোবেল কমিটির দ্বারা প্রদান করা হয় এই বিষয়ে নরওয়ে সরকারের কোনও হাত নেই।”
