shono
Advertisement
Pahalgam Terror Attack

পহেলগাঁও কাণ্ডের জের, এবার ইমরান-বিলাওয়ালের এক্স হ্যান্ডেলও ব্লক কেন্দ্রের

রবিবার সকাল থেকে এক্স হ্যান্ডেল দুটি আর দেখা যাচ্ছে না।
Published By: Subhodeep MullickPosted: 01:06 PM May 04, 2025Updated: 01:09 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর শুধু কূটনৈতিকভাবে নয়, সোশাল মিডিয়ায় পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল ‘ব্লক’ করল নয়াদিল্লি।

Advertisement

রবিবার সকাল থেকে ইমরান ও বিলাওয়ালের এক্স হ্যান্ডেল আর দেখা যাচ্ছে না ভারত থেকে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করেছে ওই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। সংবাদমাধ্যমের একাংশের দাবি, ভারতের বিরুদ্ধে ‘অপপ্রচার’ এবং ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগেই কোপ পড়েছে তাঁদের এক্স হ্যান্ডেল দুটিতে।

ইমরান খানের এক্স অ্যাকাউন্ট।

বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট।

ইতিমধ্যেই প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ ছিল এই চ্যানেলগুলির বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। এর আগে পাকিস্তান সরকারের সরকারি এক্স হ্যান্ডেল এবং পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এক্স হ্যান্ডেল ব্লক করা হয়েছে ভারতে। 

উল্লেখ্য, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিকভাবে আঘাত এনেছে নয়াদিল্লি। সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি সোশাল মিডিয়াতেও নজরদারি চালাচ্ছে ভারত সরকার। কোনওরকম অপপ্রচারের গন্ধ পেলেই সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও কাণ্ডের পর শুধু কূটনৈতিকভাবে নয়, সমাজমাধ্যমেও পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স হ্যান্ডেল ‘ব্লক’ করল নয়াদিল্লি।
  • ইমরান এবং বিলাওয়ালের এক্স হ্যান্ডেল এতদিন ভারতে দেখা যেত।
Advertisement