সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা অষ্টমবার বিশ্বের সুখীতম দেশের শিরোপা পেল ফিনল্যান্ড। ক্রমতালিকায় বেশ খানিকটা উন্নতি করেছে ভারতও। তবে সুখীতমের তালিকায় সবচেয়ে খারাপ র্যাঙ্কিংয়ে নেমে গেল আমেরিকা। অনেকখানি নেমেছে ব্রিটেনের র্যাঙ্কিংও।

‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ অর্থাৎ চলতি বছরের আন্তর্জাতিক সুখী দেশের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। বৃহস্পতিবার ছিল ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। সেদিনই সুখীতম দেশের তালিকা প্রকাশিত হল। গত সাত বছরের মত এবারেও সুখীতম দেশের তকমা পেয়েছে ফিনল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে ডেনমার্ক এবং আইসল্যান্ড। প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছে কোস্টা রিকা এবং মেক্সিকো। গত এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে জড়িয়ে থাকা ইজরায়েলও রয়েছে প্রথম দশে। অষ্টম স্থানে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
গত দুবছর এই তালিকায় ভারতের স্থান ছিল ১২৬ নম্বরে। এবার ১১৮ নম্বরে উঠে এসেছে ভারত। কিন্তু লাগাতার যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিও সুখের পরিসংখ্যানে ভারতের থেকে অনেক এগিয়ে। ১১১তম স্থানে রয়েছে ইউক্রেন। প্যালেস্টাইনের র্যাঙ্কিং ১০৮। এমনকি প্রতিবেশী নেপাল (৯২), পাকিস্তান (১০৯)ও এগিয়ে রয়েছে ভারতের থেকে। তবে বাংলাদেশ রয়েছে তালিকার নিচের দিকে, ১৩৪ নম্বরে। তাদের থেকে একধাপ উপরে রয়েছে শ্রীলঙ্কা।
ডোনাল্ড ট্রাম্পের আমলে কমছে আমেরিকার সুখ? এমনটাই ইঙ্গিত মিলছে নতুন ক্রমতালিকায়। ২৪ নম্বরে নেমে গিয়েছে আমেরিকা। এটাই তাদের নিকৃষ্টতম র্যাঙ্কিং। ২৩ নম্বরে নেমে গিয়েছে ব্রিটেনও। উল্লেখ্য, জিডিপি, সামাজিক সুরক্ষা, জীবনযাত্রার মান, অপরাধ-দুর্নীতি-সহ একাধিক নিয়ামকের ভিত্তিতে সমীক্ষা চালিয়েই তৈরি হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। সুখীতম দেশের তালিকায় সকলের নিচে রয়েছে আফগানিস্তান। তালিবান জমানায় ১৪৭ নম্বরে নেমেছে তারা। আফগান মহিলাদের দুরাবস্থার কারণেই সেদেশের এমন নিকৃষ্ট র্যাঙ্কিং, অনুমান ওয়াকিবহাল মহলের।