shono
Advertisement
India Pakistan News

'আপাতত পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই', যুদ্ধ আবহে 'পিছু হটা'র বার্তা পাক প্রতিরক্ষামন্ত্রীর, সঙ্গে হুঁশিয়ারিও

ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠকের কথাও অস্বীকার পাকিস্তানের।
Published By: Subhajit MandalPosted: 04:32 PM May 10, 2025Updated: 04:32 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি শান্ত না হলে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে ইসলামাবাদ। ইঙ্গিত মিলেছিল শনিবার সকালেই। শোনা যাচ্ছিল শনিবার ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’র বৈঠক ডাকতে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু এর পরই ভোলবদল। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানালেন, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা এখনই তাঁদের নেই।

Advertisement

এদিন সকালে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের পরমাণু বোমার নিয়ন্ত্রণ সংক্রান্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের সামরিক ও অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যান্যদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ-বিদেশ-প্রতিরক্ষা-স্বরাষ্ট্র এবং শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী। ওই বৈঠকের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক মহল থেকে চাপ আসার আশঙ্কা শুরু হয় ইসলামাবাদে। তড়িঘড়ি সুর বদলে ফলে পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়ে দেন, এই ধরনের কোনও বৈঠক হয়নি। এবার প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়ে দিলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা আপাতত করছে না পাকিস্তান। খোয়াজা জানিয়ে দেন, "ন্যাশনাল কমান্ড অথরিটি’র কোনও বৈঠক হয়নি। এ রকম কোনও বৈঠক হওয়ারও কথা নেই।"

তবে একই সঙ্গে গোটা বিশ্বকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, "ভারত কী পরিস্থিতি তৈরি করে, তার উপর ভিত্তি করে আমরা যাবতীয় সিদ্ধান্ত নেব। কিন্তু যদিও এ রকম পরিস্থিতি তৈরি হয়, তা হলে 'দর্শকেরা'ও ক্ষতিগ্রস্ত হবেন।" বস্তুত পাক প্রতিরক্ষামন্ত্রীর বার্তা, ভারত যদি হামলা না থামায়, তাহলে ভবিষ্যতে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবতেই পারে। সেক্ষেত্রে গোটা বিশ্বের যারা 'দর্শক' তাদেরও ভুগতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি শান্ত না হলে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে ইসলামাবাদ।
  • শোনা যাচ্ছিল শনিবার ‘ন্যাশনাল কমান্ড অথরিটি’র বৈঠক ডাকতে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
  • পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানালেন, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা এখনই তাঁদের নেই।
Advertisement