সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গলায় 'ছুরি ধরে' পাকিস্তানের 'চিফ অফ ডিফেন্স স্টাফ' (CDS) হয়েছেন আসিফ মুনির। পদে বসে প্রথম ভাষণেই ভারতকে আক্রমণ শানালেন পাক সেনার 'সর্বাধিনায়ক'। তাঁর বার্তা, 'কোনও ভুল ধারনার মধ্যে থাকবেন না। পরের বার আরও কড়া জবাব দেওয়া হবে।' ভারতের পাশাপাশি মুনিরের নিশানায় ছিল আফগানিস্তানও।
পাকিস্তানের প্রথম সিডিএস হওয়ার পর পাক সেনার হেড কোয়ার্টারে সম্মান প্রদর্শন করা হয় মুনিরকে। সেখানেই পাক সেনার কর্তাদের উদ্দেশে ভাষণ দেন তিনি। যে ভাষণের বড় অংশই ছিল ভারতের বিরুদ্ধে উসকানিতে ভরা। মুনির বলেন, "ভারত যেন কোনওরকম ভুল ধারনার মধ্যে না থাকে। এর পরেরবার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কঠোর হবে।" পাক সেনাপ্রধানের এই বার্তা মূলত অপারেশন সিঁদুর ও তার পরবর্তী ৪ দিনের সংঘাত প্রসঙ্গে। যে লড়াইয়ে ভারতীয় সেনার হাতে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। যদিও সে লজ্জা ঢাকা দিতে বিশ্বজুড়ে মিথ্যা ছড়াতে কোনও কার্পণ্য করেনি তারা। যার পড়ে ফাঁসও হয়ে যায়। ভারতের পাশাপাশি ওই ভাষণ থেকে আফগানিস্তানের তালিবানকে একহাত নিয়ে পাক সেনাপ্রধান বলেন, "তালিবানকে পাকিস্তান বা ফিতনা আল-খারিজের (টিটিপি) মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।"
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার পালটা ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরে খতম হয় পাকিস্তানের শতাধিক জঙ্গি। গুঁড়িয়ে যায় সন্ত্রাসের আঁতুড়ঘর। যার পালটা ভারতের সাধারণ নাগরিকদের নিশানা করে এলোপাথাড়ি হামলা চালায় পাকিস্তান। যা রুখে দেয় ভারতের অত্যাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা। পরে পাকিস্তানের অনুরোধে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এরপর থেকে বিশ্বজুড়ে যুদ্ধজয়ের মিথ্যা ঢাক পেটাতে শুরু করে পাকিস্তান। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই ভিডিও হয়ে ওঠে পাকিস্তানের অস্ত্র। সেই মিথ্যে হাওয়া তোলার পর পাক সেনাকে চাঙ্গা রাখতে ভারতের বিরুদ্ধে ফের উসকানিমূলক ভাষণ দেওয়া শুরু করল পাক সেনাপ্রধান।
