shono
Advertisement
Sudan

সুদানে অপহৃত ভারতীয় যুবক! কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি পরিবারের

খবরটি প্রকাশ্যে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 10:54 PM Nov 03, 2025Updated: 10:55 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। তার মধ্যেই উত্তর আফ্রিকার এই দেশে এক ভারতীয় যুবককে অপহরণ করা হয়েছে বলে খবর। তাঁর নাম আদর্শ বেহেরা। তিনি ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ) তাঁকে অপহরণ করেছে। ইতিমধ্যেই কেন্দ্র এবং ওড়িশা সরকারের কাছে সহায্যের আর্জি জানিয়েছে আদর্শের পরিবার।

Advertisement

জানা গিয়েছে, কর্মসূত্রে ২০২২ সালে আদর্শ প্রথম সুদানে পাড়ি দেন। তারপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। সুদানের একটি প্লাস্টিক কারখানায় তিনি কর্মরত। সূত্রের খবর, সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আল ফাশির থেকে আদর্শকে অপহরণ করা হয়েছে। বর্তমানে তাঁকে নিয়ে আসা হয়েছে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায়, যা আরএসএফের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ইতিমধ্যেই আদর্শের একাধিক ছবি ভাইরাল হয়েছে (এগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা যাচ্ছে, আরএসএফের দুই সদস্যের মাঝে তিনি বসে রয়েছেন। কিন্তু কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খবরটি প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়ছে আদর্শের পরিবার।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল- আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো। প্রথম জন সুদানের সেনাপ্রধান এবং ২০১৯ থেকে দেশের সর্বোচ্চ শাসনব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান। দ্বিতীয় জন দেশের আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য। দুজন জেনারেলের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গ, লুটতরাজ, নৃশংসতা ও ধর্ষণে মদতের অভিযোগ রয়েছে। গত বছর এপ্রিলের ১৫ তারিখ থেকে চলা লড়াইয়ে যুযুধান দুই পক্ষের কেউই সংঘর্ষবিরতি মানছে না। রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। রাজধানী খারতুমেও প্রাণ হারিয়েছেন অনেকেই। যুদ্ধের জেরে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান।
  • তার মধ্যেই উত্তর আফ্রিকার এই দেশে এক ভারতীয় যুবককে অপহরণ করা হয়েছে বলে খবর।
  • তাঁর নাম আদর্শ বেহেরা।
Advertisement