সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় উদ্যোগপতি ও তাঁর স্ত্রী-পুত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আমেরিকার ওয়াশিংটনে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যা করেছেন। যদিও কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ করতে পারেন, তা বোধগম্য হয়নি গোয়েন্দাদের।
জানা গিয়েছে, মাইসুরুর বাসিন্দা ৫৭ বছরের হর্ষবর্ধন কিক্কেরি বিখ্যাত রোবোটিক্স সংস্থা 'হোলোওয়ার্ল্ডে'র সিইও। তাঁর ৪৪ বছরের স্ত্রী শ্বেতা পনিয়ামও সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা। গত বৃহস্পতিবার রাতে তাঁদের মৃত্যু হয়। মারা যায় দম্পতির ১৪ বছরের ছেলেরও। কিন্তু তাঁদের ৭ বছরের ছোট ছেলেটি সেই সময় বাড়িতে না থাকায় সে প্রাণে বেঁচে গিয়েছে। ঘটনার দিন সন্ধ্যা সাতটা নাগাদ ৯১১ নম্বরে ফোন করে কেউ খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায় সামনের দরজা নিচ দিয়ে রক্তের ধারা বেরিয়ে আসছে। রাস্তা থেকে একটি বুলেটও উদ্ধার হয়। কেন আমেরিকায় থাকাকালীন ওই দম্পতির এই করুণ পরিণতি হল ভেবে পাচ্ছেন না গোয়েন্দারা।
প্রযুক্তি ক্ষেত্রের স্বনামধন্য উদ্যোগপতি হর্ষবর্ধনের পড়াশোনা শুরু মাইসুরুতে। যদিও পরে তিনি আমেরিকায় গিয়ে বাকি পড়াশোনা শেষ করেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার পর হর্ষবর্ধন মাইক্রোসফটে যোগ দেন। রোবটিক্সে ৪৪টি আন্তর্জাতি পেটেন্ট রয়েছে তাঁর। পেয়েছেন ইনফোসিসের এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মতো বহু সম্মান। এহেন এক ব্যক্তি আত্মহত্যা করবেন কেন, তা বুঝতে পারছেন না গোয়েন্দারা। তবে ঘটনাস্থল ও অন্যান্য দিক খতিয়ে দেখে প্রাথমিক ভাবে স্ত্রী-পুত্রকে খুন করে তাঁর আত্মহননের সম্ভাবনাই এখনও পর্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে। তবে অন্য কেউ এর সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
