সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়ি লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে! এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা যে একেবারেই পছন্দ করেননি তিনি, তা স্পষ্ট করে দিয়েছেন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, “আমি ঘটনাটিকে একদমই পছন্দ করছি না। এটা ঠিক হয়নি। (পুতিনের থেকে) শোনার পর খুব রেগে গিয়েছিলাম।” যদিও মস্কোর দাবি খারিজ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে ড্রোন হামলার চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানান, ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশে পুতিনের বাড়ি লক্ষ্য করে ৯১টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। তবে সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুতিনের বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও সেই সময় রুশ প্রেসিডেন্ট তাঁর বাসস্থানে উপস্থিত ছিলেন কি না তা মস্কোর তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনাটিকে লাভরভ সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন, “এ ধরনের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে।” তাঁর সংযোজন, “বর্তমানে রুশ-ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত।”
এই হামলা নিয়েই ক্রদ্ধ ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এটা সংবেদনশীল সময়। এখন এগুলো করার সঠিক সময় নয়। কেউ আক্রমণের বদলা আক্রমণ করলে এক বিষয়। কিন্তু কারও বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুয়ের মধ্যে কোনওটিই করা উচিত নয়।” ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে সত্যিই হামলা করেছে কিনা তা মার্কিন গোয়েন্দারা খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা খুঁজে বার করব।”
তবে মস্কোর এই দাবি খারিজ করেছে জেলেনস্কি। তাঁর বক্তব্য, গোটাটাই ভুয়ো অভিযোগ। প্রত্যেকবারের মতো এবারও মিথ্যাচার করছে রাশিয়া। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক স্তরে যে আলোচনা হয়েছে। তা ভেঙে ফেলতে বদ্ধপরিকর মস্কো। তাই তারা এধরনের বিবৃতি দিচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘রাশিয়ার এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। তারা নিজেই যুদ্ধ বন্ধ করতে চায় না। তাই তারা এধরনের মিথ্যাচার করছে।’
