shono
Advertisement
America

ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক মদ্যপ ছিলেন না, ক্যালিফোর্নিয়ার দুর্ঘটনায় ৩ মৃত্যুতে মিলবে রেহাই?

অভিযুক্তের উপর থেকে অবহেলিতজনিত হত্যাকাণ্ডের মামলা সরানো হয়নি।
Published By: Kishore GhoshPosted: 10:47 AM Nov 04, 2025Updated: 11:48 AM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে এক ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালককে গ্রেপ্তার করে এফবিআই। তাঁর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছিল। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে স্পষ্ট হল, ভারতীয় যুবক মদ্যপ ছিলেন না। যদিও তাঁর উপর থেকে অবহেলিতজনিত হত্যাকাণ্ডের মামলা সরানো হয়নি।

Advertisement

সান বার্নার্ডিনো কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস জানিয়েছে, টক্সিকোলজি রিপোর্ট নিশ্চিত করেছে যে ইউবা সিটির বাসিন্দা ২১ বছর বয়সি জশনপ্রীত সিংয়ের রক্তে কোনও মাদক পদার্থের উপস্থিতি ছিল না। যদিও তাঁকে 'মাতাল অবস্থায় গাড়ি চালানো' সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনভাবে ট্রাক চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছিল। মনে করা হচ্ছে, টক্সিকোলজি রিপোর্টে শাস্তি অনেকটাই কমে যাবে জশনপ্রীতের।

প্রসঙ্গত, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক জশনপ্রীত সিং সান বার্নার্ডিনো কাউন্টি ফ্রিওয়েতে ধীরগতির যানজটের মধ্যে আচমকাই ট্রাকের গতিবেগ বাড়িয়ে দেন বলে অভিযোগ। এর ফলেই ঘটে দুর্ঘটনা। ১৮ চাকার মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিন জন। আহত হন জশনপ্রীত-সহ আরও কয়েকজন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এখানেই শেষ নয়, আমেরিকার প্রশাসনের জশনপ্রীতের বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছে। ২১ বছর বয়সি ভারতীয় তরুণের কাছে নাকি সে দেশে থাকার কোনও উপযুক্ত নথিই নেই। তিনি বেআইনি পথে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তিনি বলে অভিযোগ উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক জশনপ্রীত সিং সান বার্নার্ডিনো কাউন্টি ফ্রিওয়েতে ধীরগতির যানজটের মধ্যে আচমকাই ট্রাকের গতিবেগ বাড়িয়ে দেন বলে অভিযোগ।
  • আমেরিকার প্রশাসনের জশনপ্রীতের বিরুদ্ধে আরও বড় অভিযোগ এনেছে।
Advertisement